ব্যাটে-বলে দারুণ সেশন কাটাল বাংলাদেশ

দ্বিতীয় সেশনে বাংলাদেশ কাটিয়ে দুর্দান্ত সময়। ব্যাট হাতে সেঞ্চুরি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। অলআউট হলেও তুলেছে ৪৪৪ রান। জিম্বাবুয়ের চেয়ে ২১৭ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। ব্যাটারদের দেখানো পথে বোলারারও এনে দিয়েছেন সাফল্য। চা বিরতির আগে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ ওভারে ২ উইকেটে ১৭ রান। বাংলাদেশের চেয়ে পিছিয়ে বরাবর ২০০ রানে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ জিম্বাবুয়ের ওপেনিং জুটি। ৮ রানেই ভাঙে সেটি। তাইজুল ইসলামের বলে সাদমান ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্রায়ান বেনেট। ৬ রান আসে বেনেটের ব্যাট থেকে। একই ওভারে তাইজুল লেগ বিফোরের ফাঁদে ফেলেন নিক ওয়েলচকে। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ মাঠে নেমেছিল ৭ উউকেটে ২৯১ রান নিয়ে। লোয়ার অর্ডারকে নিয়ে বাংলাদেশকে টেনে নেন মিরাজ। তাকে দারুণ সঙ্গ দেন তানজিম সাকিব। এই পেসার করেন ৪১ রান। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে তুলেছিল ২২৭ রান।