মঈনের ‘ক্যাসিনো-কাণ্ড’ নিয়ে পিসিবির তদন্ত

প্রথম দুই ম্যাচে বিধ্বস্ত হয়ে এমনিতেই তারা চাপের মধ্যে। তার ওপরে মাঠের বাইরের একের পর এক বিতর্কে পাকিস্তান দল একেবারে জেরবার। বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে দেরি করে হোটেলে ফেরায় আফ্রিদি-শেহজাদসহ আট ক্রিকেটারকে জরিমানার টাকা গুনতে হয়েছিল। এরপর ফিল্ডিং কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের বিরুদ্ধে। আর এবার প্রধান নির্বাচক মঈন খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।
পাকিস্তানের সাবেক উইকেটরক্ষকের বিরুদ্ধে অভিযোগ, ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৫০ রানে হেরে যাওয়া ম্যাচের আগে ক্যাসিনোতে গিয়ে সময় কাটাচ্ছিলেন তিনি। এই ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দোষী প্রমাণিত হলে দেশে ফিরে যেতে হতে পারে মঈনকে।
২১ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা পাকিস্তানের ক্রিকেট-ইতিহাসের অন্যতম লজ্জাজনক অধ্যায়। বিশ্বকাপে এটাই তাদের সবচেয়ে বড় ব্যবধানে হার। অথচ ওই ম্যাচের আগে কি না প্রধান নির্বাচক ক্যাসিনোতে! এত বিশাল হারের জন্য মঈন একটু বেশিই বেকায়দায় পড়ে গেছেন।
বার্তা সংস্থা এএফপিকে পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেছেন, ‘মঈন খানের ক্যাসিনোতে যাওয়ার অভিযোগ আমরা তদন্ত শুরু করেছি। ঘটনা সত্যি হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বকাপে পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমাকে।