প্রোটিয়া নারী ক্রিকেটারদের সফরও স্থগিত

পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে এ মাসের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু আপাতত তারা আসছে না। প্রোটিয়া নারী দলের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন, ‘নিরাপত্তা নিয়ে নতুন পরিকল্পনার লক্ষ্যে দুই বোর্ডের মধ্যে আলোচনা করে দক্ষিণ আফ্রিকা নারী দলের এই সফর স্থগিত করা হয়েছে। আগামী ৯ অক্টোবর আইসিসির পরবর্তী সভায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নতুন সূচি ঠিক করা হবে।’
নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়া হয়। আর আনুষ্ঠানিকভাবে সফর স্থগিতের ঘোষণা দেওয়া হয় গত বৃহস্পতিবার। তার ঠিক চারদিন পর আরেকটি দলের সফর স্থগিত হওয়ার ঘোষণা বাংলাদেশের ক্রিকেটের জন্য নিঃসন্দেহে বড় আঘাত।
সেজন্য ভীষণ ক্ষুব্ধ নাজমুল হাসান। এর মধ্যে ‘ষড়যন্ত্র-তত্ত্ব’ও খুঁজে পাচ্ছেন বিসিবি সভাপতি, ‘ষড়যন্ত্র না হলে এভাবে একটার পর একটা সিরিজ স্থগিত হচ্ছে কেন? আমি বলব এটা অবশ্যই ষড়যন্ত্র। তবে আমার ধারণা এটা দেশীয় কোনো চক্রান্ত। এর সঙ্গে বিদেশি যোগসূত্র আছে কি না আমার তা জানা নেই। ক্রিকেটকে হয়তো ব্যবহার করছে ষড়যন্ত্রকারীরা। তবে শুধু ক্রিকেটকে লক্ষ্য করেই তারা এসব করছে বলে আমার মনে হয় না।’
তবে এর ফলে যে বাংলাদেশের ক্রিকেটের বিরাট ক্ষতি হচ্ছে, তা স্বীকার করতে দ্বিধা নেই নাজমুল হাসানের, ‘হঠাৎ করে এমন ধাক্কায় আমাদের ক্রিকেটের ছন্দে অনেক বড় ব্যাঘাত ঘটেছে। এর ফলে আমাদের বিরাট ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে।’