সিলেট টেস্ট
বল হাতে ধুঁকছে বাংলাদেশ

ঘরের মাঠে এভাবে মুখ থুবড়ে পড়বে বাংলাদেশের ব্যাটিং, কে ভেবেছিল? না ভাবলেও অবাক হওয়ার কথা নয়। বাংলাদেশের এমন অভ্যাস তো নতুন নয়। ব্যাটাররা হতাশ করেন, বোলাররা চেষ্টা করেন। কিন্তু, কতক্ষণ? সিলেট টেস্টেই যেমন আজ বুধবার (২৩ এপ্রিল) আরও একবার ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশ।
২৫৫ রানে অলআউট হয়ে গেছে দিনের প্রথম সেশনেই। জিম্বাবুয়ের সামনে টার্গেট দাঁড়িয়েছে ১৭৪ রানের। হাতে প্রায় পুরো দুদিন। এমন অবস্থায় দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে কোনো বাধা ছাড়াই এগিয়ে যাচ্ছেন সফরকারী দুই ওপেনার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের এই পিচে চতুর্থ ইনিংসে ১৭৪ রান আহামরি লক্ষ্য নয়। জিম্বাবুয়ে এগোচ্ছে দেখেশুনেই।
কোনো উইকেট না হারিয়ে ব্রায়ান বেনেট ও বেন কারান মিলে ইতোমধ্যে পার করেছেন ৫০ রানের ঘর। বাংলাদেশি বোলাররা কোনো চ্যালেঞ্জই যেন জানাতে পারছে না প্রতিপক্ষকে। চা বিরতির আগে জিম্বাবুয়ে খেলছে সাবলীল ক্রিকেটই।
এই পিচেই বল হাতে আগুন ঝরিয়েছেন জিম্বাবুয়ে বোলার ব্লেসিং মুজারাবানি। বাংলাদেশের ব্যাটিংকে একাই ধসিয়ে দিয়েছেন দ্বিতীয় ইনিংসে। ৭২ রানে ৬ উইকেট শিকার করেন তিনি।