হারলেও দলের ব্যাটিংয়ে সন্তুষ্ট ইমরুল
সর্বশেষ গত জুলাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। দীর্ঘদিন খেলার বাইরে বলে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচের দলে রাখা হয়েছে। কিন্তু মাশরাফি-মুশফিকদের উপস্থিতেও প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ হেরে গেছে অতিথি জিম্বাবুয়ের কাছে। অবশ্য এই ম্যাচে হারলেও দলের ব্যাটসম্যানদের পারফম্যান্স সন্তোষজনক ছিল বলে মনে করেন সদ্য ওয়ানডে দলে ডাক পাওয়া ওপেনার ইমরুল কায়েস।
প্রস্তুতি ম্যাচের এই দলে ইমরুলও খেলেছেন। এ ছাড়া মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, লিটন দাস ও জুবায়ের হোসেনরা থাকলেও হার এড়াতে পারেনি বিসিবি একাদশ।
প্রস্তুতি ম্যাচের এই হারটাকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছেন না ইমরুল, 'আসলে প্রস্তুতি ম্যাচের জয়-পরাজয় সিরিজে খুব বেশি প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। তাই এই হারটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া ঠিক হবে না। এটা নিয়ে চিন্তা না করাই ভালো।'
অবশ্য দলের ব্যাটিং প্রস্তুতি ভালোই হয়েছে বলে মনে করেন তিনি, 'আমরা এই ম্যাচে হারলেও দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্স খুবই সন্তোষজনক ছিল। দুই ওপেনার রান পেয়েছে। মুশফিক দারুণ একটি ইনিংস খেলেছে। লিটনও খুব একটা খারাপ করেনি। তাই আমি মনে করি, আমাদের ব্যাটিং প্রস্তুতি ভালোই হয়েছে।'
ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠে প্রথম খেলতে নেমেছেন মাশরাফি। সাত ওভার বল করে ৩১ রান দিয়ে কোনো উইকেট পাননি। মাশরাফিকে মাঠে কেমন দেখলেন- এমন এক প্রশ্নের জবাবে ইমরুল বলেন, 'আসলে ডেঙ্গু জ্বর থেকে মাত্র সেরে উঠেছেন তিনি। শারীরিক দুর্বলতা কাটিয়ে ভালোভাবে ফেরাটা খুবই কঠিন ব্যাপার। তবে আমার বিশ্বাস ওয়ানডে সিরিজে তিনি স্বরূপে ফিরবেন।'