শত বছরের রেকর্ড ভাঙলেন টেলর

টেস্ট ক্যারিয়ারের প্রথম ত্রি-শতকের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন রস টেলর। কিন্তু মাত্র ১০ রানের জন্য তিনশ রান পূর্ণ করতে পারেননি নিউজিল্যান্ডের এই ডানহাতি ব্যাটসম্যান। তবে ২৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভেঙে দিয়েছেন দীর্ঘদিনের একটি রেকর্ড। নিউজিল্যান্ডের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন পাঁচ হাজার রানের মাইলফলক।
১৯০৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে এসে ২৮৭ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান টিপ ফস্টার। দীর্ঘদিন ধরে এটিই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বিদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড। ১৯৯৩ সালে এই রেকর্ড ভাঙার খুব কাছাকাছি গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা। সিডনিতে সেবার তিনি করেছিলেন ২৭৭ রান। তবে সোমবার ফস্টারের ১১২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন টেলর। করেছেন ২৯০ রান।
নিউজিল্যান্ডের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন টেলর। টেস্টে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তাঁর নাম আছে চতুর্থ স্থানে। টেলরের আগে আছেন শুধু জন রাইট (৫৩৩৪), মার্টিন ক্রো (৫৪৪৪), ব্রেন্ডন ম্যাককালাম (৬১২১) ও স্টিভেন ফ্লেমিং (৭১৭২)। তবে ব্যাটিং গড়ের হিসাবে সবাইকেই পেছনে ফেলে দিয়েছেন টেলর। ৬৬তম টেস্ট খেলার সময় তাঁর ব্যাটিং গড় ৪৬.৬৫। নিউজিল্যান্ডের কিংবদন্তি মার্টিন ক্রোর ব্যাটিং গড় ৪৫.৩৬।
টেলরের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয়েছে ৬২৪ রান।