বার্সেলোনার জার্সিতে ড. ইউনূস

বার্সেলোনার মাঠে জার্সি পরে হাস্যোজ্জ্বল মুখে ক্লাবটির দুই কর্মকর্তার সঙ্গে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের প্রথম নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বার্সেলোনার অফিশিয়াল সাইটের হোমপেজে গ্যালারিতে দেখা মিলবে এ ছবির। আর সাইটটির প্রথম খবরটাই ড. ইউনূসের ন্যু ক্যাম্প পরিদর্শনসংক্রান্ত।
নিমন্ত্রণ পেয়ে গতকাল মঙ্গলবার ন্যু ক্যাম্পে গিয়েছিলেন ড. ইউনুস। সামাজিক ব্যবসার ধারণা দিতে বার্সেলোনায় যান তিনি। সেখানে তাঁকে উপহার দেওয়া হয় ‘প্রফেসর ইউনূস’ লেখা একটি জার্সিও। আর ড. ইউনূসও প্রাণখুলে জানালেন বার্সাকে ঘিরে বাংলাদেশের মানুষের আগ্রহ আর ভালোবাসার কথা।
ক্লাবে গেলে ইউনূসকে স্বাগত জানান ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট জোর্দি কার্ডনার এবং ক্লাব ডিরেক্টর ডিডাক লি।
ক্লাবে গিয়ে নিজে বার্সার খেলোয়াড়দের নাম না জানার বিষয়টি স্বীকার করলেও মেসি-নেইমারের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা ঠিকই কানে আসে বলে জানান ড. ইউনূস।
“এখানে আসতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। বাংলাদেশের সবাই বার্সার ভক্ত। মানুষ এই ক্লাব এবং এর খেলোয়াড় সম্পর্কে সব কিছুই জানেন। এতটা আবেগ বিস্ময়কর। খেলাটা তাদের স্বপ্ন, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। বার্সা মানুষকে একত্রিত করে এবং সেই শক্তি অন্যদের জন্য ভালো ফল বয়ে আনে। তারা (বার্সা) যেটা বলে এটা ‘ক্লাবের চেয়েও বেশি কিছু’ এবং এটাকে কোনো ভাবেই রুখে দেওয়া যাবে না”, বলেন ড. ইউনূস।
ড. ইউনূসকে কাছে পেয়ে আপ্লুত বার্সার ভাইস প্রেসিডেন্ট জোর্দি কার্ডনারও। তিনি বলেন, “ড. ইউনূসের মতো এমন একজন ব্যক্তিত্বকে পেয়ে আমরা সম্মানিত বোধ করছি। তিনি এমন একজন মানুষ যিনি মানবতার জন্য এবং সমাজের প্রয়োজনে অনেক কিছু করেছেন। তিনি আমাদের মতো একটি ক্লাবের প্রতি আগ্রহ দেখিয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে একজন নোবেলজয়ী বার্সা যে ‘ক্লাবের চেয়ে বেশি কিছু’-এর গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন।”
Muhammad Yunus: “Barça brings people together” by fcbarcelona