জিতেই চলেছে বার্সেলোনা
লা লিগায় বার্সেলোনা শেষবারের মতো হারের মুখ দেখেছিল ২০১৫ সালের ৩ অক্টোবর। তারপর থেকে টানা ১৮টি ম্যাচ অপরাজিত আছে কাতালানরা। বছরের প্রথম ম্যাচে এসপানিওলের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও তারপর থেকে টানা আটটি ম্যাচেই জিতেছে লুইস এনরিকের শিষ্যরা। শনিবার লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে লাস পালমাসের বিপক্ষে বার্সা পেয়েছে ২-১ গোলের জয়।
নিচের সারির দল লাস পালমাসের বিপক্ষে বার্সেলোনার পারফরম্যান্স অবশ্য খুব বেশি ভালো ছিল না। নিষ্প্রভ হয়ে ছিলেন দলের প্রধান তারকা লিওনেল মেসি। তবে বার্সার আক্রমণভাগের অপর দুই তারকা লুইস সুয়ারেজ ও নেইমার জ্বলে উঠেছেন দারুণভাবে। ছয় মিনিটের মাথায় পালমাসের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন সুয়ারেজ। তবে নিজেদের মাঠে এই গোল শোধ করতেও খুব বেশি সময় নেয়নি পালমাস। ১০ মিনিটের মাথায় ম্যাচের সমতাসূচক গোলটি করেছিলেন ফরোয়ার্ড উইলিয়ান হোসে। ৩৯ মিনিটে বার্সার পক্ষে জয়সূচক গোলটি করেছেন নেইমার। দ্বিতীয়ার্ধের শুরুতে জয়ের ব্যবধান আরো বাড়িয়ে নিতে পারত বার্সা। কিন্তু সুয়ারেজের গোলপ্রচেষ্টা দারুণভাবে রুখে দিয়েছেন পালমাসের গোলরক্ষক ভারাস।
পালমাসের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর লা লিগার শীর্ষস্থান আরো পাকাপোক্ত করেছে বার্সেলোনা। ২৫ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫৪ ও ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ।
বার্সেলোনার মতো সুয়ারেজও এগিয়ে চলেছেন দুর্দান্ত গতিতে। লা লিগার এবারের মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছে এই উরুগুয়ের স্ট্রাইকারের নাম। লা লিগায় তিনি করেছেন ২৫টি গোল। আর সব মিলিয়ে এবারের মৌসুমে করেছেন ৪১টি গোল।