মাশরাফিদের ঠেকাতে পাকিস্তানের অস্ত্র পেস!

বাংলাদেশের বিপক্ষে আজ মাঠে নামছে পাকিস্তান। কোচ ওয়াকার ইউনুস চান, মাশরাফিদের চমকে দিতে। এজন্য পেসনির্ভর বোলিং আক্রমণের ওপরই নির্ভর করছেন তিনি। বললেন, সব ধরনের ক্রিকেটেই পাকিস্তানকে লড়াইয়ে টিকিয়ে রাখার দায়িত্ব পালন করে পেস বোলাররা।
ক’দিন আগেই প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইডেনের উইকেটেই পেসার মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ ইরফান সামর্থ্যের প্রমাণ রেখেছেন। এতে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন ওয়াকার ইউনুস।
মঙ্গলবার পাকিস্তানের কোচ সাংবাদিকদের বলেন, ‘আমাদের হাতে অসম্ভব প্রতিভাবান পেস বোলার রয়েছে। তাদের দিয়ে পাকিস্তান যেকোনো প্রতিপক্ষকেই হারিয়ে দিতে সক্ষম। অতীতেও এটি অহরহই ঘটেছে।’
তবে এবারের টি-২০ বিশ্বকাপে স্পিন আক্রমণও ম্যাচ জিতিয়ে দিতে পারে বলে মনে করেন সাবেক এই পেসার। ওয়াকার ইউনুস বলেন, ‘ফর্ম না থাকায় সাঈদ আজমলকে দলে রাখা সম্ভব হয়নি। তবে ভালো একটি স্পিন আক্রমণও রয়েছে দলের সাথে।’
তবে ওয়াকার এমন দাবি করলেও পাকিস্তান দলে স্বীকৃত স্পিনার বলতে আসলে কেউ নেই।