মইন আলীর ব্যাটে মান রক্ষা ইংল্যান্ডের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/23/photo-1458732219.jpg)
বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল যে, এই ইংল্যান্ডই আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতেছিল ২৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করে। আফগানিস্তানের বিপক্ষে আজ খুঁজেই পাওয়া যায়নি সেই দুর্দান্ত ইংল্যান্ডকে। ৫৬ রানে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ড পড়েছিল ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে। শেষপর্যায়ে মইন আলীর ৪১ রানের অপরাজিত ইনিংসের সুবাদে বড় ধরনের লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে ইংল্যান্ড। স্কোরবোর্ডে যোগ করেছে ১৪২ রান।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ইংল্যান্ড পড়েছিল চাপের মুখে। তৃতীয় ওভারে হারিয়েছিল ওপেনার জ্যাসন রয়ের উইকেট। ষষ্ঠ ওভারে ইংল্যান্ডকে ধ্বসিয়ে দিয়েছিলেন মোহাম্মদ নবী। টানা দুই বলে তুলে নিয়েছিলেন জেমস ভিনস (২২) ও অধিনায়ক ওয়েন মরগানের উইকেট। ওভারের শেষ বলে দারুণ ফর্মে থাকা জো রুট ফিরেছিলেন রানআউটের ফাঁদে পড়ে। নবম ও দশম ওভারে জস বাটলার ও বেন স্টোকসও ধরেছিলেন সাজঘরের পথ। ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ছিল : ৫৯/৬। ১৫তম ওভারে দলীয় ৮৫ রানের মাথায় ক্রিস জর্ডানের উইকেটও তুলে নিয়েছিলেন রশিদ খান। বড়সড় লজ্জার মুখেই পড়তে যাচ্ছে ইংল্যান্ড, এমনটাই হয়তো ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু শেষমুহূর্তে লড়াকু ব্যাটিং করে ইংল্যান্ডকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন মইন আলী। অষ্টম উইকেটে ডেভিড উইলিকে সঙ্গে নিয়ে তিনি গড়েছিলেন ৩৩ বলে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি। এই জুটিতে ভর করেই স্কোরবোর্ডে ১৪২ রান জমা করতে পেরেছে ইংল্যান্ড। ৩৩ বলে ৪১ রানের দারুণ ইনিংস খেলে অপরাজিত ছিলেন মইন। ২০ রান এসেছে উইলির ব্যাট থেকে।
আফগানিস্তানের পক্ষে দারুণ বোলিং করেছেন দুই স্পিনার মোহাম্মদ নবী ও রশিদ খান। দুজনেই চার ওভার বল করে ১৭ রানের বিনিময়ে নিয়েছেন দুইটি করে উইকেট। চার ওভার বল করে ২৩ রানের বিনিময়ে একটি উইকেট নিয়েছেন সামিউল্লাহ শেনওয়ারি।