হতাশা নিয়ে কলকাতায় মাশরাফিরা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/24/photo-1458825262.jpg)
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচটি এই কলতায় খেলেছিল বাংলাদেশ। ইডেন গার্ডেনসে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৫৫ রানের বিশাল ব্যবধানে। মাঝখানে বেঙ্গালুরুতে আরো দুটি ম্যাচেও হারের হতাশা।
চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করেও তিন উইকেটে হেরেছিল বাংলাদেশ দল। আর বুধবার স্বাগতিক ভারতের সঙ্গে ম্যাচে যা ঘটেছে, এমন ঘটনা হয়তো খুব কম ম্যাচেই হয়ে থাকে।
হাতে পাঁচটি উইকেট, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর মতো দুজন অভিজ্ঞ ও সেট ব্যাটসম্যান পিচে, জিততে হলে তখন তিন বলে মাত্র দুই রান প্রয়োজন ছিল। অথচ এই ম্যাচেও হেরে বসেছে বাংলাদেশ, তাও আবার মাত্র এক রানে।
এমন অবাক করা হারের হতাশা নিয়েই আবার কলকাতায় ফিরেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার দুপুরে বেঙ্গালুরু থেকে রওনা হয়ে বিকেলেই কলকতায় ফিরেছেন মশরাফিরা।
কলকাতায় বাংলাদেশ দল সুপার টেনের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। শনিবার বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।