সেই এক রান নিয়ে মজা করলেন ধারাভাষ্যকাররা!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/27/photo-1459095305.jpg)
তিন বলে প্রয়োজন ছিল মাত্র দুই রান। কিন্তু শেষ তিন বলে তিনটি উইকেট হারিয়ে হতাশাজনকভাবে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে এক রানে হারের দুঃসহ স্মৃতি কিছুতেই মনে করতে চান না বাংলাদেশের সমর্থকরা। কিন্তু ভুলতে চাইলেও বারবার ঘুরে ফিরে আসছে সেই বেদনাদায়ক হারের স্মৃতি। এ নিয়ে এখন হাসিঠাট্টাও করছেন শন পোলক, রাসেল আর্নল্ডের মতো ধারাভাষ্যকাররা।
শেষ বলে দারুণ এক দৌড়ে মুস্তাফিজুর রহমানকে রানআউট করে দিয়ে ভারতকে ১ রানের অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মজা করে সেই দৃশ্যের পুনরাবৃত্তি করেছেন ধারাভাষ্যকাররা। আজ আইসিসির ফেসবুক পেজে আপলোড করা হয়েছে সেই ভিডিওটি।
দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক নিয়েছিলেন ভারতীয় বোলার হার্দিক পান্ডের ভূমিকা। ধোনি হয়েছিলেন ড্যারেন গঙ্গা। বাংলাদেশের দুই ব্যাটসম্যান শুভাগত হোম ও মুস্তাফিজের ভূমিকায় দেখা গেছে নিক নাইট ও রাসেল আর্নল্ডকে। হুবহু একইভাবে সেই শেষ বলটির পুনরাবৃত্তি করেছেন তাঁরা। আইসিসির এই ভিডিওটি শেয়ার হয়েছে ২২ হাজারেরও বেশি। ভিডিওটি দেখা হয়েছে ১৭ লাখেরও বেশি।
হতাশাজনক সেই হার নিয়ে ধারাভাষ্যকারদের মজা করতে দেখে হয়তো আরেকবার আফসোসে আহা, উহু করে উঠবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমী! ইশ, মাত্র একটি রান!