আইপিএলে মুস্তাফিজের জার্সি নম্বর ৯০

মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলের অন্যতম আকর্ষণ। এই প্রতিভাবান বাঁহাতি পেসারকে পেয়ে দারুণ খুশি সানরাইজার্স হায়দরাবাদ। গত বছর বাংলাদেশের ভারত-বধের নায়কের জার্সি নম্বরও নির্ধারণ করেছে দলটি। মুস্তাফিজ খেলবেন ৯০ নম্বর জার্সি পরে।
আইপিএল খেলতে গত মঙ্গলবার ঢাকা ছেড়েছিলেন মুস্তাফিজ। জীবনে প্রথমবারের মতো একা কোনো টুর্নামেন্টে খেলতে গেলেও বিন্দুমাত্র ভয় পাননি বাংলাদেশের ‘কাটার মাস্টার’। দেশ ছাড়ার আগে নির্ভীক চিত্তে অনেকটা ঘোষণার সুরে জানিয়েছিলেন, ভয়টয় একপাশে সরিয়ে রেখে ভালো খেলাই তাঁর প্রধান লক্ষ্য।
হায়দরাবাদে মুস্তাফিজকে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন তাঁর নতুন সতীর্থরা। গতকাল বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁর হাতে জার্সি তুলে দিয়েছেন সানরাইজার্সের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। ৯০ নম্বর জার্সি পেয়ে মুস্তাফিজও খুশি।
আইপিএলে প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার সামনে পড়তে হচ্ছে হায়দরাবাদকে। ১২ এপ্রিল তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোহলি-গেইল-ডি ভিলিয়ার্সদের নিয়ে সমৃদ্ধ ব্যাঙ্গালোরের ব্যাটিং লাইনআপ। মুস্তাফিজ তাই শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি।