আইপিএলের পর মোটরসাইকেল কিনবেন মুস্তাফিজ

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এক বছর এখনো পূর্ণ হয়নি। মুস্তাফিজুর রহমান এরই মধ্যে পরিণত হয়েছেন বিশ্ব ক্রিকেটের নতুন সেনসেশনে। খেলতে গেছেন ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএলে। সেখানেও বাঁহাতি পেসের জাদু দেখিয়ে নজর কাড়ছেন এই তরুণ ক্রিকেটার। জাঁকজমকপূর্ণ আইপিএল থেকে তো অনেক টাকাই আয় করবেন মুস্তাফিজ। কী করবেন সেই টাকা দিয়ে? মুস্তাফিজের সরল উত্তর, ‘নিজের জন্য একটি মোটরসাইকেল কিনব।’
মুস্তাফিজের বিস্ময়কর এই উত্থানের পেছনে একটি মোটরসাইকেলের অবদানও নেহাত কম নয়। বড় ভাই মোখলেসুর রহমানের মোটরসাইকেলে চড়ে প্রতিদিন ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুস্তাফিজ সাতক্ষীরায় যেতেন অনুশীলনের জন্য। বড় ভাইয়ের সেই মোটরসাইকেলে ভর করে এতদূর আসার পর এবার নিজের জন্যই একটি বাহন কিনতে চান মুস্তাফিজ। আর পরিবারের জন্য কিনতে চান একটি গাড়ি।
সম্প্রতি ভারতের ‘মিড ডে’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেছেন, ‘আইপিএল শেষে দেশে ফেরার পর আমি নিজের জন্য একটা মোটরসাইকেল কিনতে চাই। আর আমার পরিবারের জন্য একটা গাড়ি।’
আইপিএলের প্রথম দুই ম্যাচে দারুণ বোলিং করে নজর কেড়েছেন মুস্তাফিজ। তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ দুই ম্যাচেই হারের মুখ দেখলেও মুস্তাফিজ প্রশংসা কুড়িয়েছেন নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে চার ওভার বল করে মাত্র ২৬ রানের বিনিময়ে নিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনের উইকেট। দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেছিলেন আন্দ্রে রাসেলকে। আইপিএলে খেলার অভিজ্ঞতা দিয়ে নিজেকে আরো সমৃদ্ধ করতে পারবেন বলেও মন্তব্য করেছেন মুস্তাফিজ, ‘ট্রেন্ট বোল্ট, আশিস নেহরাদের মতো বোলারদের সঙ্গে অনুশীলনের অভিজ্ঞতাটা সত্যিই দারুণ। অনেক কিছু শিখতে পারছি। সবাই আমার সঙ্গে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করছেন। এটা আমাকে আরো ভালো বোলার হয়ে উঠতে সাহায্য করবে।’
আইপিএলের আজকের ম্যাচে গতবারের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ।