ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
আগামী বছর জুনে ইংল্যান্ডে বসছে চ্যাম্পিয়নস ট্রফি। এই আসরের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে আয়ারল্যান্ড। দেশটির দৈনিক পত্রিকা আইরিশ টাইমস খবরটি নিশ্চিত করেছে।
অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে খবরটি প্রকাশ করেনি। তবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন ডেট্রমের উদ্ধৃতি দিয়ে আইরিশ টাইমস জানিয়েছে, আগামী বছর মে মাসে ছয় ম্যাচের ওয়ানেডে সিরিজ হবে।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ত্রিদেশীয় সিরিজটি নিয়ে এখনো আলোচনা চলছে। যদি সিরিজটি আয়োজন করা হয়, তাহলে চ্যাম্পিয়নস ট্রফির আগে আমাদের প্রস্তুতিটা ভালোই হবে।’
দিন-তারিখ ঠিক না হলেও মে মাসের শেষদিকে এই সিরজ হতে পারে। এর পরই ১ থেকে ১৮ জুন ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির আসর বসছে।
গত বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের মধ্যে থাকায় বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে। অবশ্য সে বছর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে ব্যাংলাদেশ র্যাংকিংয়ে সাত নম্বরে উঠে যায়।
এখনো ওয়ানডে র্যাংকিংয়ে সাত নম্বরেই আছে মাশরাফির দল। অবশ্য কয়দিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান আইসিসির সভা শেষে দেশে ফিরে জানিয়েছেন, বাংলাদেশ নাকি পাঁচ নম্বরে উঠে গেছে। ১ মে নতুন র্যাঙ্কিং ঘোষণা করা হবে।