বাংলা ভালোই শিখেছেন ওয়ার্নার!

মাঠে মুস্তাফিজ কথা বলেন বল দিয়েই। দুর্দান্ত সব ডেলিভারি দিয়ে বিভ্রান্ত করে দেন ব্যাটসম্যানদের। কিন্তু বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানা না থাকায় মাঠের বাইরে কথা বলতে গিয়ে কিছুটা বিপাকেই পড়তে হয় বাংলাদেশের এই তরুণ বাঁহাতি পেসারকে। এ নিয়ে বেশ আলোচনাও হয়েছে গণমাধ্যমে। দলের সেরা পেসারের সঙ্গে ঠিকঠাক যোগাযোগের জন্য সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার তো বাংলাই শিখে ফেলবেন বলে জানিয়েছিলেন। শুধু কথার কথাই না, বাংলাটা হয়তো সত্যিই শিখছেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। এমন প্রমাণই পাওয়া গেল হায়দরাবাদের নতুন এক ভিডিও থেকে।
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেলার জন্য মোহালির উদ্দেশে রওনা দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে হায়দরাবাদ। টিম বাসে অনেকের সঙ্গে দেখা গেছে ওয়ার্নারকেও। অধিনায়ক বসে ছিলেন পানির এক বাক্স নিয়ে। নিজে খেতে খেতে পাশে আরেকজনকেও দিতে চাইলেন একটি পানির বোতল। এ সময় খাঁটি বাংলা উচ্চারণে ওয়ার্নারকে বলতে শোনা গেল, ‘পানি?’। অপরজন পাল্টা প্রশ্ন করলেন, ‘পানি?’। ওয়ার্নার সম্মতি জানিয়ে জবাব দিলেন, ‘ঠান্ডা’।
মুস্তাফিজের কাছ থেকে তাহলে কি সত্যিই বাংলার তালিম নিচ্ছেন ওয়ার্নার? গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ওয়ার্নার লিখেছিলেন, ‘আমি গুগল ট্রান্সলেশন ব্যবহার করছিলাম ফিজের (মুস্তাফিজ) জন্য। চেষ্টা করছি কীভাবে বাংলা শিখতে হয়।’ শুধু ওয়ার্নারই নন, মুস্তাফিজের প্রভাবে হায়দরাবাদের কোচ টম মুডি, মেন্টর ভিভিএস লক্ষ্মণও আগ্রহ দেখিয়েছেন বাংলা শেখার ব্যাপারে। বাংলায় টুইট করতেও দেখা গেছে তাঁদের।