ওয়ার্নারসহ প্লে-অফে দেখা যেতে পারে যেসব তারকাকে
বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর-বরিশালের মতো ফ্র্যাঞ্চাইজি। বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে আরও চার দল। এমতবস্থায় বিপিএলের শেষাংশে টুর্নামেন্ট জমাতে বিদেশি বড় তারকা ক্রিকেটারদের প্রতি চোখ রংপুর-বরিশালের মতো বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর।
জানা গেছে, প্লে-অফ নিশ্চিত হয়ে যাওয়া রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল বিদেশি তারকাদের দলে ভেড়াতে ইতোমধ্যে কাজে লেগে পড়েছে। ইফতিখার আহমেদ, খুশদিল শাহ ও আকিফ জাভেদের পাশাপশি অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে আনতে চলেছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ মাতিয়েছেন এই অসি ক্রিকেটার। শুধু তাই নয় গুঞ্জন আছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনের সঙ্গেও চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলা হয়েছে।
তারা কখন খেলবেন, সেটি নির্ধারণ করা হবে পয়েন্ট টেবিলের অবস্থান বুঝে। প্লে-অফে দেখা যেতে পারে ওয়ার্নারাকে। যিনি এর আগে ২০১৮–১৯ মৌসুমে বিপিএলে খেলেছেন সিলেট সিক্সার্সের হয়ে। নারাইন তো বিপিএলের পরিচিত মুখই। এ পর্যন্ত ছয় মৌসুম খেলেছেন বিপিএলে, সর্বশেষ গত মৌসুমে।
অন্যদিকে, বরিশালের জার্সিতে দেখা যেতে পারে কিউই পেসার অ্যাডাম মিলনেকে। দলটিতে ফিরতে যাচ্ছেন ক্যারিবীয় ব্যাটার কাইল মায়ার্স। পিছিয়ে নেই খুলনা টাইগার্সও; তারাও প্লে-অফের কথা ভেবে বড় তারকা ভেড়াতে মরিয়া।
চিটাগাং কিংসেরও পরিকল্পনা আছে প্লে-অফে যেতে পারলে বড় কাউকে আনা। কাগজ-কলমে এখনো শেষ চারের সম্ভাবনা থাকলেও ঢাকা ক্যাপিটালসের আপাতত নতুন বিদেশি আনার পরিকল্পনা নেই। সবমিলিয়ে বিপিএলের প্লে-অফে দারুণ সব চমকের দেখা মিলতে পারে।