আবার ওয়ার্নকে ঘিরে বিতর্ক

খেলোয়াড়ি জীবনে কম বিতর্কের জন্ম দেননি শেন ওয়ার্ন। ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক দিন আগে। কিন্তু অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনারের জীবন থেকে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। অস্ট্রেলিয়ার পঞ্চম বিশ্বকাপ জয়ের মুহূর্তে ওয়ার্নের ‘বিতর্কিত’ কথাবার্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হচ্ছে।
রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের ফাইনালে ওয়ার্ন উপস্থিত ছিলেন ধারাভাষ্যকার হিসেবে। খেলা শেষে সাক্ষাৎকার নিচ্ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। তখন বেশ কয়েকজনকে ওয়ার্ন ‘তোমার কি খুব তেষ্টা পেয়েছে?’, ‘কতটা পান করবে?’ এ ধরনের প্রশ্ন করছিলেন।
উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনকে ওয়ার্ন জিজ্ঞাসা করেন, ‘তোমার কি তেষ্টা পেয়েছে?’ স্টিভ স্মিথকে বলেন, ‘আজ রাতে হালকা কিছু পান করবে নাকি? তোমারও কি তেষ্টা পেয়েছে?’ শিরোপা জয়ের আনন্দ উদযাপন কত দিন ধরে চলবে—এমন প্রশ্নও করেন শেন ওয়াটসন ও জশ হেজেলউডকে। কোচ ড্যারেন লেম্যান এ প্রশ্নের জবাবে জানান, উদযাপন এক সপ্তাহ ধরে চলতে পারে।
ওয়ার্নের এমন ‘উচ্ছ্বাসভরা’ প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ চলছে। অনেকেই ব্যঙ্গ করে মন্তব্য করছেন। তাঁদেরই একজন অস্ট্রেলিয়ার সাংবাদিক অ্যান্ড্রু বোল্ট মেলবোর্নের হেরাল্ড সান পত্রিকার ব্লগপোস্টে লিখেছেন, ‘পৃথিবীর অন্য কোনো দেশ বিশ্বকাপ জয়ের পর মদ খেয়ে আর মাতাল হয়ে উদযাপন করে না। ভাগ্যিস, পাকিস্তান শিরোপা জেতেনি! ব্র্যাডম্যানকে এমন প্রশ্ন করার কথা কি কল্পনাও করা যায়?’
এ ধরনের সমালোচনার পাল্টা জবাব দিতে ছাড়েননি ওয়ার্ন। টেস্টে ৭০৮ ও ওয়ানডেতে ২৯৩ উইকেটের মালিক টুইটারে লিখেছেন, ‘অস্ট্রেলিয়া পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। অজিদের উদযাপন ছিল সবকিছুর সঙ্গে মানানসই।’