শেরপুরে আইপিএল জুয়ার প্রকোপ, গ্রেপ্তার ২০

ভারতের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা, আইপিএলের খেলায় বাজি ধরার প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছে শেরপুরে। এর প্রভাবে জেলায় চুরিসহ অন্যান্য অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। ফলে জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ।
গত দুদিনে অভিযান চালিয়ে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয় জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে। পুলিশ জানায় জেলা শহরের বিভিন্ন মহল্লায় টিভিতে খেলা চলার সময়ে বাজি ধরছিল এরা। শনিবার বিকেলে এসব জুয়াড়িকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।
এ ব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘জুয়ার সঙ্গে অপরাধ প্রবণতার একটি যোগসাজশ থাকে। তাই এই জুয়াকে কেন্দ্র করে যেন অপরাধ না বাড়ে সে জন্যই আমরা এই অভিযান শুরু করেছি।’ ওসি আরো জানান, তাঁদের এই অভিযান অব্যাহত থাকবে।