জুনায়েদ খানের বিশ্বকাপ শেষ
বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে পাকিস্তানের জন্য বড় এক ধাক্কা! ইনজুরি কাটিয়ে সময়মতো সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই জুনায়েদ খানের। তাই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গেছে এই বাঁহাতি পেসারের।
গত অক্টোবরে হাঁটুতে চোট পেয়েছিলেন জুনায়েদ। তাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে কোনো সিরিজেই খেলতে পারেননি তিনি। বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন এই আশায় নিউজিল্যান্ড সফরে চলমান ওয়ানডে সিরিজেও খেলছেন না। তবে হাঁটুর সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে চোট পান জুনায়েদ। গত ১৫ জানুয়ারি অনুশীলনের সময় ডান উরু ও কনুইয়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি। যদিও কোনো ইনজুরিই তেমন গুরুতর ছিল না।
জুনায়েদ কয়েক সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন, এমন আশ্বাস দিয়েছিলেন পিসিবির চিকিৎসকরা। কিন্তু নিজের সর্বনাশ করেছেন তিনি নিজেই। পুরোপুরি বিশ্রামের পরামর্শ দেওয়া হলেও গাড়িতে দীর্ঘ ভ্রমণ করে নিজের শহর সোয়াবিতে যান জুনায়েদ। চিকিৎসকদের ধারণা, এই ভ্রমণই ইনজুরির অবস্থা আরো খারাপের দিকে নিয়ে গেছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে জুনায়েদের জায়গায় সুযোগ পাওয়া ডানহাতি পেসার বিলাওয়াল ভাট্টিকে বিশ্বকাপের দলে নিতে পারে পাকিস্তান।