হার দিয়ে শুরু বিশ্বকাপ অভিযান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/02/03/photo-1422955871.jpg)
পঞ্চম বিশ্বকাপ অভিযানের শুরুটা একদমই ভালো হলো না বাংলাদেশের। মঙ্গলবার অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটে হেরে গেছে মাশরাফির দল।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস হেরে ব্যাট করতে নেমে তেমন ভালো সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ, অলআউট হয়ে গেছে ২৩১ রানে। সর্বোচ্চ ৫২ রান এসেছে মুমিনুল হকের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান মাহমুদউল্লাহ রিয়াদের। এ দুজন ছাড়া বলার মতো রান শুধু ওপেনার সৌম্য সরকার (৩৩) ও সাব্বির রহমানের (৩১)।
তিন ফরম্যাটেই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়া সাকিব আল হাসান করেছেন ১৪ রান। মুশফিকুর রহিমের অবদান ১৯ রান।
জবাব দিতে নেমে ৫ উইকেট হারালেও লক্ষ্যে পৌঁছাতে সমস্যা হয়নি অস্ট্রেলিয়া একাদশের। স্বাগতিক দলের জয়ের নায়ক পিয়ারসন ও টার্নার। দুজনের ব্যাট থেকেই এসেছে ৭৮ রান।
রুবেল হোসেন দুটি এবং একটি করে উইকেট নিয়েছেন সাকিব, মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদ।