ফুটবল লিগ ৭ এপ্রিল থেকে

শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। ৭ এপ্রিল শুরু হবে দেশের দেশের ফুটবলের সবচেয়ে বড় আসরটি। দুই দুবার পেছানোর পর শুক্রবার পেশাদার লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১টি দল এবারের লিগে অংশ নেবে। প্রথম পর্বের খেলাগুলো হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
মূলত জটিলতা ছিল, ক্লাবগুলো লিগের অংশ্রগহণ ফি ২৫ লাখ টাকা করে দাবি করায়। এই কারণেই দুই দুবার পেছানো হয়েছে লিগ। অথচ গতবার প্রতিটি ক্লাব পেয়েছিল ১০ লাখ টাকা করে।
তাই এ দিনের লিগ কমিটির সভায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত ছিলেন। তিনি ক্লাবগুলোর দাবি মেনে নেন এবং অংশ্রগহণ ফি ২৫ লাখ টাকা করেই দিতে রাজি হন। সভাশেষে প্রতিটি ক্লাবকে ৫ লাখ করে দিয়েও দেওয়া হয়।
বাফুফে লিগের স্পন্সর হিসেবে পেয়েছে দুটি তৈরি পোশাক প্রতিষ্ঠানকে। তারা দেবে এক কোটি টাকা করে। যদিও লিগের বাজেট প্রায় পাঁচ কোটি টাকা।
এদিকে বিদেশি খেলোয়াড়দের কোটা গতবারের মতোই আছে। পাঁচজন নিবন্ধন করানো যাবে, আর মাঠে নামতে পারবে তিনজন। তবে আগামী মৌসুম থেকে প্রতিটি ক্লাব দুজন করে বিদেশি খেলোয়াড় নিবন্ধন করার সুযোগ পাবে বলে জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।