রোনালদোর পাঁচ গোলে রিয়ালের বিশাল জয়

আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে স্প্যানিশ লা লিগার শিরোপা-দৌড় থেকে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে রোববারের বিশাল জয় স্পেনের সফলতম দলকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবেই। ঘরের মাঠে গ্রানাদাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। নয় গোলের পাঁচটিই ক্রিস্টিয়ানো রোনালদোর।
এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে রোনালদো এখন লা লিগার সর্বোচ্চ গোলদাতা। রোনালদোর গোল ৩৬টি আর মেসির ৩২টি।
এই জয়ের সুবাদে বার্সার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে রিয়াল। ২৯ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৬৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বার্সা। এই রাউন্ডে মেসি-নেইমারদের প্রতিপক্ষ সেল্তা ভিগো।
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের গোল-উৎসবের সূচনা ২৫ মিনিটে, গ্যারেথ বেলের মাধ্যমে। ৩০, ৩৬ ও ৩৮ মিনিটে পরপর তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন রোনালদো। লা লিগায় এটা তাঁর ২৪তম হ্যাটট্রিক। স্প্যানিশ লিগে মেসির সবচেয়ে বেশি হ্যাটট্রিক করার রেকর্ডেও ভাগ বসালেন পর্তুগিজ তারকা। ক্যারিয়ারে ৩১তম হ্যাটট্রিক করলেও প্রথমার্ধে তিন গোল এ নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো করলেন রোনালদো।
৪-০ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া স্বাগতিক দল দ্বিতীয়ার্ধের শুরু থেকে আবার ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের রক্ষণভাগে। ৫২ ও ৫৬ মিনিটে দুই গোল করেন করিম বেনজেমা। মাঝে ৫৪ মিনিটে নিজের চতুর্থ গোলের আনন্দে মেতে ওঠেন ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদো। ৭৪ মিনিটে রবার্ত ইবানেজ সেল্তার সান্ত্বনাসূচক গোল করলেও ৮৩ মিনিটে দিয়েগো মাইঞ্জের আত্মঘাতী গোল আবার বাড়িয়ে দেয় ব্যবধান। ৮৯ মিনিটে লুকা মদ্রিচের ফ্রি-কিক থেকে দারুণ হেডে শেষ গোলটি করেন রোনালদো।