ফাইনালে জুভেন্টাসের মুখোমুখি লাৎসিও

প্রথম লেগ প্রতিপক্ষের মাঠ থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফেরায় ফাইনালে ওঠার লড়াইয়ে ‘ফেভারিট’ ছিল নাপোলি। কিন্তু সেমিফাইনালের ফিরতি লেগে ঘরের মাঠেই তারা পরাস্ত। নাপোলিকে ১-০ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে উঠে গেছে লাৎসিও, যেখানে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান সেরি-আ’র সবচেয়ে সফল দল জুভেন্টাস।
নাপোলি কোচ রাফায়েল বেনিতেজের দিনকাল একদমই ভালো যাচ্ছে না। গত শনিবার রোমার কাছে হেরে যাওয়ায় তাঁর দল লিগে ষষ্ঠ স্থানে নেমে গেছে। এখন ইতালিয়ান কাপ থেকেও বিদায় নেওয়ায় ‘চাকরি’ হারানোর আশঙ্কার সামনে তিনি। ইতালির ফুটবলাঙ্গনে গুঞ্জন, এ মৌসুম শেষে বেনিতেজের সঙ্গে চুক্তি নবায়ন না-ও করতে পারে নাপোলি।
অথচ ম্যাচটা নাপোলিরই জেতার কথা। কিন্তু অনেকগুলো সুযোগ নষ্টের মাশুল দেওয়ায় হার এড়াতে পারেনি তারা। এর মধ্যে আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার গনজালো হিগুয়াইন একাই দুটো সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন।
তবে লাৎসিও কোনো ভুল করেনি। ৭৯ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফেলিপে অ্যান্ডারসনের গোলমুখে বাড়ানো বল ধরে তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে অতিথিদের জয়ের নায়ক সেনাদ লুলিচ। দুই মৌসুম আগে রোমার বিপক্ষে ইতালিয়ান কাপের ফাইনালে নাপোলির জয়সূচক গোলদাতা লুলিচ বুধবার রাতে দলের পরিত্রাতাও। গোললাইন থেকে নিশ্চিত গোল বাঁচিয়ে লাৎসিওকে জয় এনে দেওয়ার কৃতিত্ব এই বসনিয়ান মিডফিল্ডারের।