ক্রিকেট চিয়ার্সের পুরস্কার বিতরণ

বিশ্বকাপের জোয়ারে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি দর্শকের পাশে ছিল ক্রিকেট চিয়ার্স নিয়ে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ নিয়ে বিশ্লেষণধর্মী এই অনুষ্ঠানে দর্শকের জন্য ছিল কুইজ। আনোয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় গত ৩১ মার্চ শেষ হওয়া এই অনুষ্ঠানের কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার, এনটিভি কার্যালয়ে।
প্রথম পুরস্কার মোটরসাইকেল জিতেছেন নারায়ণগঞ্জের রুহুল আমিন। দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি উঠেছে ঢাকার আরিফ হাসানের হাতে। তৃতীয় পুরস্কার ল্যাপটপ কুমিল্লার মোবারক উল্লাহ আর চতুর্থ পুরস্কার ট্যাব পেয়েছেন ঢাকার তানভীর হোসাইন। এ ছাড়া ডিজিটাল ক্যামেরা ও স্মার্টফোন জিতেছেন আরো ১১ জন।
এনটিভির হেড অব নিউজ খায়রুল আনোয়ার, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং রঞ্জন কুমার দত্ত ও স্পন্সর আনোয়ার গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফেরদৌস হাসান খান প্রথম পুরস্কার তুলে দিয়েছেন বিজয়ী রুহুল আমিনের হাতে।
এনটিভির হেড অব প্রোগ্রাম মোস্তফা কামাল সৈয়দ ও স্পন্সর আনোয়ার গ্রুপের হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন কর্মকর্তা গালিব মোহাম্মদের হাত থেকে দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি নিয়েছেন আরিফ হাসান।
এনটিভির হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন সুলতানা এ. বানু ও প্রধান বার্তা সম্পাদক জহিরুল আলম তৃতীয় পুরস্কার বিজয়ী মোবারক উল্লাহর হাতে ল্যাপটপ তুলে দিয়েছেন।
আর চতুর্থ পুরস্কার বিজয়ী তানভীর হোসাইনের হাতে ট্যাব তুলে দিয়েছেন এনটিভির জেনারেল ম্যানেজার প্রোগ্রাম খোরশেদ আলম ও এজিএম সেলস অ্যান্ড মার্কেটিং অঞ্জন কুমার কুন্ডু।
হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস গোলাম রওশন ইয়াজদানি এবং চিফ অব করেসপনডেন্ট ফকরুল আলম কাঞ্চনও পুরস্কার দিয়েছেন বিজয়ীদের।
অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন এনটিভির ক্রীড়া সম্পাদক নাসিমুল হাসান দোদুল। তাঁর বক্তব্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।