যুব দলের টানা দ্বিতীয় জয়

সাত ম্যাচের সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের তরুণরা ১৪০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। স্বাগতিক দল তাই এখন ২-০ ব্যবধানে এগিয়ে।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ২৫৯ রান করে বাংলাদেশ। দলীয় ৪৫ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফিরে গেলেও অধিনায়ক নাজমুল হোসেন ও জাকির হাসানের দায়িত্বশীল ব্যাটিং আর শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের ঝড়ো ব্যাটিং আড়াইশর ওপরে নিয়ে যায় দলকে।
নাজমুলের ১০৭ বলে ৭৩ রানের অধিনায়কোচিত ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কা। অধিনায়কের মতো জাকিরের ব্যাট থেকেও এসেছে সাতটি চার ও একটি ছক্কা।
৮৩ বলে ৮১ রান করে অপরাজিত থেকে যান তিনি। ২৭ বলে তিনটি ছক্কা ও একটি চারসহ সাইফুদ্দিনের অবদান অপরাজিত ৪১ রান।
জবাবে ৪৩.২ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৪৭ রান করা কাইল ভেরেইন ছাড়া সফরকারীদের আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। ২১ রানে তিন উইকেট নিয়ে নেহাদুজ্জামান বাংলাদেশের সেরা বোলার। নাজমুল, সালেহ আহমেদ ও মোসাব্বেক হোসেন নিয়েছেন দুটি করে উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন অধিনায়ক নাজমুল।