সাকিব-তামিমদের হন্ডুরাসের সমর্থন!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/02/04/photo-1423054773.jpg)
গত বছর ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে বাংলাদেশের কয়েকজন তরুণ চমকে দিয়েছিলেন হন্ডুরাস ফুটবল দলকে। সবাই যখন ব্রাজিল-আর্জেন্টিনা-স্পেন-জার্মানি নিয়ে মাতোয়ারা ঠিক তখনই ‘পুঁচকে’ হন্ডুরাসকে সমর্থন দিয়ে হৈ-চৈ ফেলে দিয়েছিলেন তাঁরা। ‘হন্ডুরাসের পাগলা সমর্থক’দের কাণ্ড অবাক করে দিয়েছিল সে দেশের মানুষকে। এবার বাংলাদেশিদের অবাক হওয়ার পালা। কারণ এবারের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দল সমর্থন পেতে যাচ্ছে সেই হন্ডুরাস থেকে!
‘হন্ডুরাস সাপোর্টস বাংলাদেশ ক্রিকেট টিম : দ্য টাইগার্স’ নামে একটি ফেসবুক ইভেন্ট তৈরি করেছেন হন্ডুরাসের মেয়ে নোহেলিয়া এসকোবার।
ফেসবুক ইভেন্টটির লিংক: https://www.facebook.com/events/1584907078412294
ইভেন্টের পরিচিতি অংশে লেখা হয়েছে, ‘২০১৪ ফুটবল বিশ্বকাপের সময় হন্ডুরাস অনেক সমর্থন পেয়েছে বাংলাদেশের কাছ থেকে। এবার আমাদের প্রতিদান দেওয়ার পালা। চলুন, ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন করি। দুই জাতি একমন!’ সঙ্গে বাংলাতেও আছে দুই লাইন, ‘লড়াই করে এবার লড়তে হবে, টাইগারদের এবার বিশ্বকাপ জিততে হবে!!’
ইভেন্টের পেজটিতে অনেকেই শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে। কেউ কেউ আগ্রহভরে জানতে চেয়েছেন বাংলাদেশের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আছে কিনা, বাংলাদেশের খেলার কোনো ভিডিও ইন্টারনেটে পাওয়া যায় কিনা।
বাংলাদেশের বিশ্বকাপ জয় হয়তো অলীক কল্পনা। কিন্তু মধ্য আমেরিকার ছোট্ট দেশটির সমর্থন সাকিব-তামিম-মুশফিক-মাশরাফিদের অনুপ্রাণিত করবেই।
ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থন আবেগাপ্লুত করেছিল হন্ডুরাসকে। দেশটির সংবাদপত্রগুলোতেও ফলাও করে ছাপা হয়েছিল বাংলাদেশের সমর্থনের খবর। এমনকি বিশ্বকাপে নিজেদের প্রথম গোলটিও বাংলাদেশকে উৎসর্গ করেছিল হন্ডুরাস।
এবার মাশরাফিদের তা ফিরিয়ে দেওয়ার পালা।