২৭ বছর পর ফাইনালে দক্ষিণ কোরিয়া
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/01/28/photo-1422426509.jpg)
ইরাককে হারিয়ে উচ্ছ্বসিত দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা। ১৯৮৮ সালের পর এশিয়ান কাপের ফাইনালে উঠেছে কোরিয়ানরা। ছবি : এএফসির সৌজন্যে
কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইরানকে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টাইব্রেকারে হারানো ইরাক সেমিফাইনালে জ্বলে উঠতে পারেনি। তাদের সহজেই ২-০ গোলে হারিয়ে ১৯৮৮ সালের পর এশিয়ান কাপের ফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া।
পুরো ম্যাচ দাপটে খেলা কোরিয়ানদের ২০ মিনিটে কিম জিন-সুয়ের ফ্রি-কিক থেকে হেড করে এগিয়ে দেন লি জিয়ং-হাইয়প। ৫০ মিনিটে দুবারের শিরোপাজয়ীদের জয় নিশ্চিত করা গোলটি কিম ইয়ং-গিয়নের।
২০০৭ সালে এশিয়ান কাপের শিরোপা জয়ের পথে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে টাইব্রেকারে হারিয়েছিল ইরাক। আট বছর পর শেষ চারের লড়াইয়ে ওই হারেরই প্রতিশোধ নিল কোরিয়ানরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক অস্ট্রেলিয়া।