শেষ চারে বার্সা ও বায়ার্ন

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি দুই পরাশক্তি। নেইমারের নৈপুণ্যে বার্সা ২-০ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজিকে। অন্য ম্যাচে বায়ার্ন ৬-১ গোলে বিধ্বস্ত করেছে পোর্তোকে।
গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম লেগ পিএসজির মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফেরায় এক গোলের ব্যবধানে হেরে গেলেও সমস্যা হতো না বার্সার। তবে ঘরের মাঠে সমর্থকদের জয়ের উল্লাসে ভাসিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে চারবারের চ্যাম্পিয়নরা। সে জন্য ১৪ ও ৩৪ মিনিটে দুই গোল করা ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের কৃতিত্ব প্রাপ্য।urgentPhoto
প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্নের জন্য সমীকরণটা ছিল ভীষণ কঠিন। পোর্তোর মাঠে প্রথম লেগ ৩-১ গোলে হেরে যাওয়ায় ফিরতি লেগ বড় ব্যবধানে জিততেই হতো জার্মান চ্যাম্পিয়নদের। বিরতির আগেই রবার্ত লেভানদভস্কির দুটো এবং থিয়াগো আলকান্তারা, জেরম বোয়াটেং আর টমাস মুলারের গোলে জয় নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে জ্যাকসন মার্তিনেজ একটি গোল ফিরিয়ে দিলেও তা বায়ার্নের সেমিফাইনালের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি; বরং ৮৮ মিনিটে জাবি আলোনসোর লক্ষ্যভেদে বিশাল জয়ের আনন্দে মেতে উঠেছে পেপ গার্দিওলার দল। এই গোলের মিনিটখানেক আগে ডিফেন্ডার ইভান মারকানোর লাল কার্ডে ব্যর্থতার ষোলকলা পূর্ণ হয়েছে পোর্তোর।