ক্লাব বিশ্বকাপে থাকছেন না যেসব তারকা

অপেক্ষার প্রহর ফুরোতে চলেছে। আর মাত্র একদিন পরই শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপের মহারণ। রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় পর্দা উঠবে নতুন আঙিকে হওয়া এবারের আসর। ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথম ম্যাচে স্বাগতিক ইন্টার মিয়ামির মুখোমুখি হবে কাতারের ক্লাব আহলি। বিশ্বের বিভিন্ন ক্লাবে খেলা তারকাদের একই মঞ্চে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।
তবে উৎসুক দর্শকদের সেই উন্মাদনায় ভাটা ফেলবে একঝাঁক খেলোয়াড়। নিয়মের বেড়াজালে তারা ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন না। এবারের আসরকে দর্শকের কাতারে থেকেই উপভোগ করতে হবে তাদের।
মুলত এই তারকাদের ক্লাবগুলো নতুন নিয়মে হওয়া এবারের আসরে অংশ নিতে পারছে না। এর মধ্যে আবার সদ্য সমাপ্ত মৌসুমের তিন চ্যাম্পিয়ন ইউরোপিয়ান ক্লাবও রয়েছে। যেখানে বড় নাম ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল, লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং সিরি- এ চ্যাম্পিয়ন নাপোলি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে কেবল বুন্দেস লিগা জয়ী বায়ার্ন মিউনিখ এবং ফরাসি লিগ আঁ চ্যাম্পিয়ন পিএসজি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছে।
এ দলগুলো বাদ পড়ায় ক্লাব বিশ্বকাপের এবারের আসরে দেখা যাবে না অনেক বড় বড় তারকাদের। লামিনে ইয়ামাল, রবার্ট লেভানডভস্কি, রাফিনিয়া, মোহাম্মদ সালাহ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, ভার্জিল ফন ডাইক এবং আলিসনদের মতো তারকারা এবার দর্শকদের তালিকায় থাকবেন।
এশিয়া থেকে জায়গা করে নিতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরও। এরপরও গুঞ্জন শোনা গেছিল, ব্রাজিল কিংবা আর্জেন্টিনার কোনো ক্লাবের হয়ে রোনালদোকে দেখা যেতে পারে ক্লাব বিশ্বকাপে। কিন্তু শেষ পর্যন্ত গুঞ্জন গুঞ্জনই থেকে গেলো। ক্লাব বিশ্বকাপে দেখা যাবে না তাকেও।
দীর্ঘ ইনজুরি থেকে ফিরে এ বছরের শুরুতেই আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ক্লাবে বিশ্বকাপে নেই সান্তোসও। ফলে নেইমারকেও দেখা যাবে না বিশ্ব ফুটবলের এই মহারণে। সদ্য সমাপ্ত মৌসুমের শেষেই দল বদলানোয় থাকবেন না ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনে। নাপোলিতে নাম লিখিয়েছেন তিনি।
বিশ্ব ফুটবলে আলো ছড়ানো এই তারকাদের ছাড়া ক্লাব বিশ্বকাপ স্বাভাবিকভাবেই কিছুটা হলেও আলো হারাবে।