করোনায় আক্রান্ত নেইমার

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। ছবি : এএফপি
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন ও সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন বলে বিবৃতিতে জানিয়েছে তার ক্লাব সান্তোস।
ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার থেকে নেইমার জ্বরে আক্রান্ত হয়েছেন। এরপর পরীক্ষায় তার দেহে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। সান্তোসের মেডিকেল ডিপার্টমেন্ট পরবর্তীতে পর্যবেক্ষণ করে পুরো বিষয়টি নিশ্চিত করেছে। ইতোমধ্যেই নেইমারকে সব ধরনের কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেওয়ায় বাড়িতে থেকে নেইমারকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে তাকে চিকিৎসকের অধীনে নেওয়া হয়েছে।’
এ নিয়ে দ্বিতীয়বারের মতো নেইমার করোনায় আক্রান্ত হলেন। এর আগে ২০২১ সালের মে মাসে তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। ওই সময় তিনি পিএসজিতে ছিলেন।