ঢাকায় এসেছেন মিসবাহ

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে ঢাকায় এসেছেন মিসবাহ-উল-হক। তাঁর সঙ্গে এসেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান, পেসার ইমরান খান ও তরুণ ব্যাটসম্যান বাবর আজম। বুধবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান এই চার ক্রিকেটার। তবে বিমানবন্দরে তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
বিশ্বকাপ খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো মিসবাহ এখন থেকে শুধু টেস্টই খেলবেন। আর ইউনিস খান বিশ্বকাপের দলে থাকলেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ পাননি।
আগামী ২৮ এপ্রিল থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৬ থেকে ১০ মে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
পাকিস্তানের টেস্ট দল : মিসবাহ-উল-হক (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আসাদ শফিক, আজহার আলী, ইউনিস খান, হারিস সোহেল, সাঈদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, ইমরান খান ও রাহাত আলী।