বিপিএল
শেখ রাসেলের জয়, মোহামেডানের ড্র

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচ জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। তারা ২-১ গোলে হারিয়েছে বিজেএমসিকে। অন্য ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ১-১ গোলে ড্র করেছে ফেনী সকার ক্লাবের সঙ্গে।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটে ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিলির গোলে এগিয়ে যায় শেখ রাসেল। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে বিজেএমসির পক্ষে জীবন একটি গোল করলেও দলের হার এড়াতে পারেনি।
একই মাঠে দিনের অন্য ম্যাচে মোহামেডান মাত্র পাঁচ মিনিটেই মোহাম্মদ ইব্রাহিমের গোলে এগিয়ে যায়। অল্প কিছুক্ষণের মধ্যে গোলটি সমতায় নিয়ে আসে ফেনী সকার। ২২ মিনিটে মোস্তফা পেনাল্টি থেকে সমতাসূচক গোলটি করেন। পরে মোহামেডান আর কোনো গোল করতে না পারায় পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
অবশ্য এই ড্রয়ের ফলেও সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। আর ফেনী সকার এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে। অন্য ম্যাচে জয় পেয়ে শেখ রাসেলের সংগ্রহ ১২ পয়েন্ট, তারা আছে পঞ্চম স্থানে। হেরে বিজেএমসি মাত্র এক পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে।