সাকিবের জরিমানা

খুলনা টেস্টের শেষ দিনের ঘটনা সেটা। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ১১৮তম ওভারের সময় কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন সাকিব আল হাসান ও ওয়াহাব রিয়াজ। তেড়ে যাওয়ার ভঙ্গিতে, আঙুল উঁচিয়ে তর্কে মেতে ওঠেন দুজনে। এ জন্য শাস্তি পেতে হচ্ছে বাংলাদেশের সেরা অলরাউন্ডার ও পাকিস্তানের অন্যতম সেরা পেসারকে। আচরণবিধি ভাঙার দায়ে দুজনেরই ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
ম্যাচ রেফারি জেফ ক্রোকে উদ্ধৃত করে আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘দুজন সিনিয়র আন্তর্জাতিক খেলোয়াড়ের কাছ থেকে এমন দৃষ্টিকটু অঙ্গভঙ্গি আর একে-অন্যের দিকে আঙুল উঁচিয়ে তেড়ে যাওয়া মেনে নেওয়া যায় না। ক্রিকেটে এর কোনো স্থান নেই।’
‘আন্তর্জাতিক ক্রিকেটারদের সব সময় মনে রাখা উচিত পৃথিবীর লাখ লাখ ক্রিকেটপ্রেমী তাঁদের অনুসরণ করে। আর তাই তাঁদের আবেগ নিয়ন্ত্রণ ও অন্যকে সম্মান করা উচিত।’
বিবৃতিতে আরো জানানো হয়েছে, দুজনই নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।