রিয়াল-বার্সার ধর্মঘটের হুমকি!

এ মৌসুমে ইংলিশ, ইতালিয়ান আর জার্মান লিগের শিরোপা নির্ধারণ হয়ে গেছে এরই মধ্যে। শুধু স্পেনে জমজমাট লড়াই চলছে। ফুটবলপ্রেমীরা এখন লা লিগার রোমাঞ্চকর সমাপ্তির অপেক্ষায়। কিন্তু স্প্যানিশ লিগের খেলা আদৌ শেষ হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সম্প্রচার স্বত্ব নিয়ে স্প্যানিশ সরকারের নতুন একটি আইনের প্রতিবাদে লিগের খেলা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। সেই প্রতিবাদে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার তারকা ফুটবলাররাও। দাবি মানা না হলে আগামী ১৬ মে থেকে লিগ বর্জনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
স্প্যানিশ সরকার এমন একটি আইনি পরিবর্তন আনতে যাচ্ছে যার ফলে স্প্যানিশ ক্লাবগুলো আলাদা-আলাদাভাবে তাদের ম্যাচগুলোর সম্প্রচার স্বত্ব বিক্রির অধিকার হারাবে। সরকার ও স্প্যানিশ লিগ কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, সবকিছু সমন্বিতভাবে করলে এখানে আরো অর্থপ্রাপ্তি ঘটবে এবং শক্তিশালী ও দুর্বল ক্লাবগুলোর মধ্যে আর্থিক ব্যবধান কমবে। আইনটি স্পেনের সংসদে পাস হওয়ার অপেক্ষায় আছে।
কিন্তু এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও স্প্যানিশ ফুটবলার অ্যাসোসিয়েশন। মাঠে একে অপরের প্রবল প্রতিপক্ষ হলেও এখন কাঁধে-কাঁধ মিলিয়েই সরকারের এই সিদ্ধান্ত রুখে দেওয়ার জন্য লড়ছেন লা লিগার খেলোয়াড়রা। যাঁদের মধ্যে আছেন রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস এবং বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তাও।
স্প্যানিশ সরকারের নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রচার স্বত্ব মুনাফার ৯০ শতাংশ পাবে লা লিগার দলগুলো। আর ১০ শতাংশ যাবে দ্বিতীয় বিভাগের দলগুলোর কাছে। কিন্তু এই শর্ত মানতে নারাজ স্প্যানিশ ফুটবলার অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি লুইস রুবিয়ালেস বলেছেন, ‘আমরা চাই যেন প্রথম ও দ্বিতীয় বিভাগের দলগুলোর মধ্যে অর্থ বণ্টনের ব্যবধান আরো কমে আসে। একই সঙ্গে আমরা তৃতীয় বিভাগের দলগুলোর জন্যও আরো ভালো ব্যবস্থা চাই।’