আল-নাসেরে যাচ্ছেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ

একসময় বেশ সম্ভাবনাময় হিসেবে ধরা হত জোয়াও ফেলিক্সকে। ১২ কোটি ৬০ লাখ ইউরোতে রেকর্ড গড়ে ২০১৯ সালে বেনফিকা থেকে অ্যাথলেতিকো মাদ্রিদে আসেন তিনি। এরপর ইউরোপের বেশ কয়েকটি নামকরা ক্লাবের জার্সিতে মাঠে নেমেছেন, কিন্তু বেশিদিন থিতু হতে পারেননি কোথাও। শেষ পর্যন্ত মাত্র ২৫ বছর বয়সে পাড়ি জমাচ্ছেন সৌদি প্রো লিগে। সেখানে পর্তুগিজ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসেরে যাচ্ছেন তিনি।
আনুষ্ঠানিভাবে চেলসি বা আল-নাসেরের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলেও ইউরোপের একাধিক গণমাধ্যমে এসছে তার আল-নাসেরে যাওয়ার খবর। ফ্যাব্রিজিও রোমানো তার পোস্টেও দিয়েছেন ইঙ্গিত। প্রথমিকভাবে তিন কোটি ইউরোর চুক্তিতে সম্মত হয়েছে দুই ক্লাব। এর পাশাপাশি সেল-অন ক্লজ ও অ্যাড অনস রাখা হয়েছে। জানা গেছে যে স্বাস্থ্য পরীক্ষা ও চুক্তি স্বাক্ষরের জন্য দ্রুতই সৌদি যাচ্ছেন এই পর্তুগিজ তারকা।
অ্যাথলেতিকোর পর আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় ধারে খেলেছেন ফেলিক্স। এরপর চেলসিতে যান ধারে। তবে ২০২৪ সালে চেলসি তাকে পাকাপাকিভাবে দলে ভেড়ায়। সেখান থেকে এই বছরের ফেব্রুয়ারিতে চেলসি আবার তাকে লোনে পাঠায় এসি মিলানে। ক্লাবটির হয়ে তিনি ২১ ম্যাচে মাত্র ৩ গোল করেছেন। লোনের সময় শেষ হলে এবার তাকে পাকাপাকিভাবে ছাড়তে যাচ্ছে ইংলিশ ক্লাবটি।
খুব অল্প বয়সেই ইউরোপ ছাড়তে যাচ্ছেন ফেলিক্স। ফেলিক্স যে লিগে যাচ্ছেন সেখানে এখন অনেক খেলোয়াড় পাড়ি জমাচ্ছেন অল্প বয়সে। এবার দেখার বিষয় রোনালদোর সান্নিধ্যে এসে কতটুকু আলো ছড়াতে পারেন ২৫ বছর বয়সী ফেলিক্স।