রোনালদো ফিরলেও অস্বস্তিতে রিয়াল
দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবু আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে বেশ অস্বস্তিতে রিয়াল মাদ্রিদ। রোনালদো ফিরলে কী হবে, শনিবার রাতে হামেস রদ্রিগেজ আর সার্জিও রামোস যে নেই! এ মৌসুমে আতলেতিকোর সঙ্গে ব্যর্থতার ‘ইতিবৃত্ত’ও স্পেনের সফলতম ক্লাবকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না।
গত বছরের ২৪ মে মাদ্রিদের দুই ক্লাবের সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল। সেদিন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল ও আতলেতিকো মাদ্রিদ। ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে এখন পর্যন্ত সেটাই একমাত্র ‘মাদ্রিদ-ডার্বি’ ফাইনাল। লিসবনে ডিয়েগো গদিনের গোলে আতলেতিকো যখন প্রথমবারের মতো ইউরোপ-শ্রেষ্ঠত্বের স্বপ্নে বিভোর, ঠিক তখনই ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে রামোসের সমতাসূচক গোল। অতিরিক্ত সময়ে উজ্জীবিত রিয়ালের সামনে দাঁড়াতেই পারেনি আতলেতিকো। গ্যারেথ বেল, মার্সেলো আর রোনালদোর পেনাল্টিতে ৪-১ গোলে দশমবারের মতো শিরোপা জিতে নেয় রিয়াল।
ওই হারের ‘প্রতিশোধ’ যে আতলেতিকো এমন নির্মমভাবে নেবে, তা বোধ হয় কেউ কল্পনাও করতে পারেনি। এ মৌসুমে দুই লেগের স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে’তে নগর-প্রতিদ্বন্দ্বীদের হারিয়েছে আতলেতিকো। গত সেপ্টেম্বরে লা লিগায় রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু থেকে ২-১ গোলের জয় নিয়েও ফিরেছিল। অর্থাৎ এ মৌসুমে পাঁচটি ‘মাদ্রিদ-ডার্বি’র একটিতেও জিততে পারেনি রিয়াল। এই তথ্য রিয়াল-ভক্তদের যন্ত্রণাবিদ্ধ করবেই।
কার্লো আনচেলত্তির দলের জন্য দুঃসংবাদ, গত বুধবার সেভিয়ার বিপক্ষে ডান পায়ের হাড় ভেঙে অন্তত দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন রদ্রিগেজ। ওই ম্যাচেই পায়ের পেশির চোটে পড়া রামোস খেলতে পারবেন না তিন সপ্তাহ। সেদিন লিগে পঞ্চম হলুদ কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লেফট ব্যাক মার্সেলো। ওদিকে পাঁজরের চোট কাটিয়ে ডিফেন্ডার পেপে এখনও মাঠে ফিরতে পারেননি।
এতজনকে একসঙ্গে হারানো রিয়ালকে দুশ্চিন্তায় রাখবেই। বিশেষ করে দুই অভিজ্ঞ ডিফেন্ডার রামোস আর পেপের অনুপস্থিতি। তবে তুলনায় অনেক অনভিজ্ঞ হলেও সেন্ট্রাল ডিফেন্সে রাফায়েল ভারান ও নাচোর ওপরে আস্থার অভাব নেই আনচেলত্তির, ‘আমরা সবচেয়ে যেটার অভাব অনুভব করব, সেটা হলো অভিজ্ঞতা। তবে কখনো কখনো খেলোয়াড়দের উদ্দীপনাও ভালো ব্যাপার। ওরা দুজন (ভারান ও নাচো) আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। রামোস আর পেপে বিশ্বের সেরা ডিফেন্ডারদের মধ্যে থাকবেই। তবে এ নিয়ে আমি দুশ্চিন্তায় নেই।’
এ মৌসুমে আতলেতিকোর বিপক্ষে টানা ব্যর্থতা অবশ্য তাঁকে খোঁচা দিচ্ছেই। পাশাপাশি জিতলে গতবারের চ্যাম্পিয়নদের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে থাকার সুবিধাও উদ্দীপ্ত করছে রিয়াল কোচকে, ‘এই ম্যাচে জয় পাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আতলেতিকোর বিপক্ষে আগের ম্যাচগুলোতে আমরা ভালো খেলতে পারিনি। এটা অবশ্য সম্পূর্ণ আলাদা একটা ম্যাচ। আর আমরাও এই ম্যাচে আলাদা কিছু করতে চাই।’
লিগের ২১ রাউন্ড শেষে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়ালের ‘মাদ্রিদ-ডার্বি’তে আরেকটি ব্যর্থতার জন্য বার্সেলোনা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছে। ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মেসি-নেইমাররা রোববার খেলবেন অ্যাথলেতিক বিলবাওয়ের মাঠে।