কলকাতায় ছয় ঘণ্টা আটক ছিলেন পিসিবি-প্রধান

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে আলোচনা করতেই কলকাতা গিয়েছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে নেমেই আটকা পড়লেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান। ভিসা বিভ্রাটের কারণে প্রায় ছয় ঘণ্টা কলকাতা বিমানবন্দরে আটক থাকতে হয় তাঁকে।
শনিবার ঢাকা থেকে বিকেল সাড়ে ৫টায় কলকাতায় নামার পর রাত সাড়ে ১১টা পর্যন্ত বিমানবন্দরে তাঁকে আটকে রাখেন ভারতীয় অভিবাসন কর্মকর্তারা। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জাগমোহন ডালমিয়ার তৎপরতায় কলকাতায় ঢুকতে পারেন তিনি। সার্ক ভিসা থাকায় ঢুকতে দেওয়া হয় পিসিবি সভাপতিকে।
ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার জানিয়েছে, বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শেষে ঢাকা থেকে কলকাতা বিমনাবন্দরে বিকেল সাড়ে ৫টায় পৌঁছান শাহরিয়ার খান। অভিবাসন দপ্তরের দিকে যেতেই তাঁকে আটক করা হয়। কারণ নিয়ম অনুযায়ী পাকিস্তানের কোনো নাগরিককে ভারতে ঢুকতে হলে দিল্লি অথবা ওয়াঘা সীমান্ত দিয়ে যেতে হবে। পিসিবি সভাপতি কলকাতা দিয়ে ঢুকতে চাইলে এই জটিলতার মুখে পড়েন।
অবশ্য পাকিস্তানের কোনো নাগরিকের যদি সার্ক ভিসা থাকে, তাহলে ভারতের যেকোনো শহর দিয়েই ঢুকতে পারবেন তিনি। শাহরিয়ার খানের সার্ক ভিসা থাকলেও অভিবাসন কর্মকর্তারা নাকি বুঝতেই পারেননি তা।
ঘটনাটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে জানান বিসিসিআই সভাপতি ডালমিয়া। তার পরই বিষয়টার সমাধান হয়। পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে পরে তাঁকে বিমানবন্দর থেকে নিয়ে বেরিয়ে যান।
শাহরিয়ার খানকে নিয়ে বেরিয়ে আসার পর বিশ্বরূপ বলেন, ‘বিষয়টা বোঝানোর পর নিজেদের ভুল বুঝতে পেরেছেন অভিবাসন কর্মকর্তারা। পরে আর তাঁরা পিসিবি-প্রধানকে আটক রাখেননি।’
পিসিবি সভাপতি মূলত কলকাতায় গিয়েছিলেন ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ নিয়ে আলোচনা করতে। আজ রোববার দুই পক্ষ বৈঠকে বসছে।