মামুনুলের এখন শিরোপায় চোখ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/02/06/photo-1423235218.jpg)
ধাপে ধাপে প্রতিটি লক্ষ্য অর্জিত হচ্ছে। সেমিফাইনালের পর ফাইনাল, দুটি আশাই পূরণ হয়েছে। কিন্তু ঘরের মাঠে ফাইনালে উঠে শিরোপা জিততে না পারলে সবই বৃথা। বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতেই শেষটা সুন্দর করতে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম।
শুক্রবার সেমিফাইনালে থাইল্যান্ডকে হারানোর পর সংবাদ সম্মেলনে দেশসেরা এই মিডফিল্ডার বলেন, ‘গত দুই ম্যাচে আমরা যে ফুটবল খেলেছি ফাইনালে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আশা করি আমরাই চ্যাম্পিয়ন হব। কাজটা কঠিন, তবে অসাধ্য নয়।‘
‘আজ দল অসাধারণ খেলেছে। তাতে আমাদের আত্মবিশ্বাসও বেড়ে গেছে। আমার মন বলছে শিরোপা আমাদের ঘরে আসবে। আমি দেখেছি প্রত্যেক খেলোয়াড় কীভাবে পরিশ্রম করছে নিজেদের সেরাটা দেয়ার জন্য। এই চেষ্টা বৃথা যেতে পারে না।’
দলের প্রত্যেক খেলোয়াড়কে আলাদা করে ধন্যবাদ জানিয়ে মামুনুল বলেন, 'দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য এই জয় খুবই গুরুত্বপূর্ণ ছিল। কাজটা খেলোয়াড়রা করতে পেরেছে বলে তাদের ধন্যবাদ প্রাপ্য। আমি নিজে প্রত্যেক খেলোয়াড়কে আলাদা করে ধন্যবাদ জানিয়েছি।'
তাঁদের ওপর আস্থা রাখায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের প্রতিও কৃতজ্ঞতা জানালেন মামুনুল, ‘ফেডারেশন সভাপতির প্রতি দলের প্রত্যেক খেলোয়াড় আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি আমাদের ওপর আস্থা রেখেছেন। তিনি বার বার বলেছেন, ‘তোমরা ফাইনালে উঠতে পারবে।’ তাঁর কথা রাখতে পেরেছি বলে আরো ভালো লাগছে আমাদের।’