রাশিয়া বিশ্বকাপের মাস্কট ‘জাবিভাকা’

একটা হাসিখুশি চেহারার নেকড়ে, চোখের ওপরে গগলস, পায়ে ফুটবল, পরনে ফুটবল জার্সি। ২০১৮ বিশ্বকাপের মাস্কটের চেহারাটা বেশ মজার। মাস্কটটির নাম ‘জাবিভাকা’। রুশ ভাষায় যার অর্থ ‘যে গোল করে’।
মস্কোতে এক জমকালো অনুষ্ঠানে প্রথমবারের মতো জনসমক্ষে আসা ‘জাবিভাকা’কে দেখে রুশরা দারুণ খুশি। বিশ্বকাপের মাস্কট বেছে নিতে এক অনলাইন জরিপের আয়োজন করেছিল ফিফা। ১০ লাখেরও বেশি ফুটবলভক্তের মধ্যে ৫৩ শতাংশ বেছে নিয়েছেন নেকড়েরূপী ‘জাবিভাকা’কে। বাঘ পেয়েছে ২৭ শতাংশ ভোট, বিড়ালের ভোট ২০ শতাংশ। রাশিয়া বিশ্বকাপের মাস্কটের ডিজাইনার একাতেরিনা বোচারোভা।
মস্কোর অনুষ্ঠানে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো। ‘জাবিভাকা’র সাফল্য কামনা করে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিকের মন্তব্য, ‘যেকোনো প্রতিযোগিতা প্রচারণার জন্য মাস্কট হলো দুর্দান্ত দূত। এটা স্টেডিয়ামে অনেক উচ্ছ্বাস বয়ে আনে। নিঃসন্দেহে এটার (জাবিভাকা) কথা সারা বিশ্বের ফুটবলভক্তদের অনেক দিন মনে থাকবে।’
রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকোও ২০১৮ বিশ্বকাপের মাস্কটকে নিয়ে আশাবাদী, ‘আমি নিশ্চিত, ২০১৭ সালের কনফেডারেশন্স কাপ আর ২০১৮ সালের বিশ্বকাপে জাবিভাকা ভক্তদের মধ্যে বিপুল সাড়া ফেলবে।’