খেলতে পারবেন না, তারপরও আর্চারকে চড়া দামে নিল মুম্বাই!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/02/13/archer-1.jpg)
চোটের কারণে অনেকদিন ধরেই মাঠের বাইরে জফরা আর্চার। তই এবছর আইপিএলে খেলতে পারবেন না। তবে আইপিএলের মেগা নিলামে তাঁর নাম ছিল। অথচ এই আর্চারকে আট কোটি রুপিতে দলে নিল মুম্বাই ইন্ডিয়ানস।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা গেছে, প্রথম দিনে ঈশান কিষানকে দলে নিতে রেকর্ড ১৫ কোটি ২৫ লাখ রুপি খরচ করে মুম্বাই। ভবিষ্যতে বিনিয়োগ করবে বলে টাকা বাঁচিয়ে রেখেছিল তারা। যখন সব দলের টাকার পরিমাণ কমে আসে, তখনই সর্বশক্তি নিয়ে আর্চারকে দলে নিতে ঝাঁপিয়ে পড়ে মুম্বাই। এতে সফলও হয় তারা। এবছর না হলেও আগামী বছর বিশ্বের দুজন সেরা পেসার জসপ্রীত বুমরাহ ও জফরা আর্চারকে একসঙ্গে মাঠা নামাতে পারবে মুম্বাই।
গত মৌসুমে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে আর্চার। সম্প্রতি তাঁর অস্ত্রপচার হয়। মাঠে ফিরতে দেরি হবে। এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন তিনি।
নিলামের আগে রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, কিয়েরন পোলার্ডকে চুক্তি করেছিল মুম্বাই। নিলামে ডেওয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, ঈশান কিষান, খলিল আহমেদ, জয়দেব উনাদকাট, মুরুগান অশ্বিনকে নিয়েছে মুম্বাই। আজ শেষ বেলায় টিম ডেভিড ও আর্চারকে বড় অঙ্কের টাকা দিয়ে দলে নেয় তারা।