টি-টোয়েন্টিতে বদলে যাওয়ার টোটকা দিলেন রোহিত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/05/25/rohit-sharma.jpg)
২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি খেলছেন রোহিত শর্মা। সময়ের হিসেবে দীর্ঘ ১৬ বছর। নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলকে। আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেরও (আইপিএল) সবচেয়ে সফল অধিনায়কও তিনি। তাই এই ফরম্যাটে তাঁর জ্ঞান ভাণ্ডারে অভিজ্ঞতার কমতি নেই। এবার সেই অভিজ্ঞতা থেকেই টি-টোয়েন্টিতে বদলে যাওয়ার টোকটা দিলেন ভারতীয় তারকা।
জিও সিনেমার সঙ্গে আলাপকালে টি-টোয়েন্টির বাক বদলের গল্পের পাশাপাশি রোহিত জানালেন, এই ফরম্যাটে এখন আর অ্যাংকরের কোনো জায়গা নেই। সাফল্য পেতে মানসিকতাটাকেই বদলানোর আহ্বান মুম্বাই অধিনায়কের।
রোহিত বলেছেন, ‘আসলে এখন যেভাবে চলছে এতে করে এখানে আর অ্যাংকরের কোনো জায়গা নেই। টি-টোয়েন্টি এখন এভাবেই চলে। আপনার দলে ২০ রানে তিন বা চার উইকেট যদি না পড়ে তাহলে অ্যাংকরের সুযোগ নেই। আর সবসময় এটা হয় না। সবাই ভিন্নভাবে খেলছে। এখানে দরকার মানসিকতার পরিবর্তন। মানসিকতার পরিবর্তন না আনলে আপনি স্রেফ উড়ে যাবেন।’
ভারতীয় তারকা বলেছেন, দলে থাকা সব ক্রিকেটারকেই ভূমিকা রাখতে হবে এই ফরম্যাটে। তাঁর ভাষায়, ‘এখানে সাত ব্যাটসম্যানের সবাকেই ভূমিকা রাখতে হবে। ভালো একটি স্কোর গড়তে পারলে তো অবশ্যই ভালো। তবে যদি ১০-১৫ বা ২০ বলে ৩০-৪০ রান করা যায়, সেটিও ভালো। কারণ দলে নিজের ভূমিকাটা পালন করা হচ্ছে।’
সেক্ষেত্রে নিজের উদাহরণও টানলেন রোহিত। নিজের ব্যর্থ হওয়া ইনিংসগুলোর প্রসঙ্গ এনে ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘এখন আমিও এভাবে খেলতে চাই। এখন ভিন্ন কিছু করতে চাই। যেটা করতে গিয়ে আউট হলেও তা আমি পাত্তা দেই না। আপনারা দেখবেন, চেন্নাই ও মোহালিতে শূন্যতে আউট হয়েছি। বেঙ্গালুরুতেও প্রথম বলে আউট হয়েছি। এতে কোনো সমস্যা নেই। চেষ্টা করে যাব নিজের টা নিজে।’
এ ক্ষেত্রে টাইমিংটার ওপর গুরুত্ব দিচ্ছেন রোহিত, ‘টিম ডেভিড, কাইরন পোলার্ড ও ক্যামেরন গ্রিনের মতো শক্তি আমার নেই। ওরা পাওয়ারফুল হিটার। চাইলেই ১০০ মিটার লম্বা শট খেলতে পারে। কিন্তু আমার ৬৫-৭০ মিটার লম্বা শট মারলেই যদি ছক্কা হয় তাহলে সমস্যা নেই। আমি ৮০ মিটারই মারতে চাই, কারণ এতেই ৬ রান পাচ্ছি। এটির জন্য আমার প্রয়োজন, টাইমিং ঠিকঠাক করা। আমি সেটাই চেষ্টা করে যাচ্ছি।’