নেইমার-এমবাপ্পেদের পেছনে ফেলল কোহলি
দুঃসময় কাটিয়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। চলতি আইপিএলের প্লে-অফে নিজ দলকে নিতে না পারলেও দারুণ ফর্মে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। শুধু মাঠ নয় মাঠের বাইরেও কোহলি এবার নতুন নজির গড়লেন। পেছনে ফেললেন নেইমার-এমবাপ্পেদের মতো তারকাদের।
প্রথম ভারতীয় তথা এশিয়ান অ্যাথলেট হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কোহলির ফলোয়ারের সংখ্যা ২৫০ মিলিয়ন পেরিয়ে গেছে। অর্থাৎ, এই সোশ্যাল প্ল্যাটফর্মে তার অনুরাগীর সংখ্যা ২৫ কোটিরও বেশি। এখনও পর্যন্ত ভক্তদের জন্য ইনস্টাগ্রামে এক হাজার ৬০২ পোস্ট করেছেন এই ভারতীয় ব্যাটসম্যান। ওইসব পাস্টে খেলার মাঠ থেকে শুরু করে ফিটনেস, স্ত্রী আনুশকা ও মেয়ে ভামিকার সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি এবং ভিডিও রয়েছে।
ইনস্টাগ্রামে কোহলি পেছনে ফেলে দিয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপ্পে, ডেভিড বেকহ্যাম, করিম বেঞ্জেমাদের মতো তারকাদের। ইনস্টাগ্রামে কোনো বিজ্ঞাপণের পোস্টের জন্যও ভারতীয়দের মধ্যে তার আয় সবচেয়ে বেশি। প্রতি পোস্টের জন্য কয়েক কোটি টাকা পান কোহলি।
জনপ্রিয় অ্যাথলেটদের তালিকায় বিশ্বে সবচেয়ে বেশি অনুসারী ক্রিস্টিয়ানো রোনালদোর। ইনস্টাগ্রামে এই ফুটবল তারকার অনুসারী ৫৮৫ মিলিয়ন। এরপরেই রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওলেন মেসি। তৃতীয় স্থানে থাকা ডোয়াইন জনসনের অনুসারী ৩৮০ মিলিয়ন। কোহলির জায়গা করে নিয়েছেন এরপরই।
পাশাপাশি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের তালিকায় সার্বিকভাবে ভারতীয় দলের মহাতারকা রয়েছেন ১৩ নম্বরে। অভিনেত্রী-গায়িকা জেনিফার লোপেজকেও (২৪৫ মিলিয়ন) পিছনে ফেলে দিয়েছেন তিনি। এই তালিকায় থাকা নেইমারের অনুসারীর সংখ্যা ২০৮ মিলিয়ন। আর এমবাপ্পের ১০৪ মিলিয়ন অনুসারী।