র্যাঙ্কিং থেকে উধাও রোহিত ও কোহলি, কী বলল আইসিসি?

ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি বিরাট কোহলি ও রোহিত শর্মা অবসর নিয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে। ওয়ানডে ক্রিকেটে এখনো দুজনই খেলা চলমান রেখেছেন। কিন্তু আইসিসি হয়ত হঠাৎই তা ভুলতে বসেছিল। শীর্ষ পাঁচে থাকা এই দুই ব্যাটারের নাম হঠাই র্যাঙ্কিং থেকে হারিয়ে যায়। এরপরই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
গতকাল বুধবার (২০ আগস্ট) হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে দেখা যায়, ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিং তালিকা থেকে রোহিত ও কোহলির নাম উধাও। যেখানে আগের সপ্তাহে রোহিত ছিলেন ২ নম্বরে ও কোহলি ছিলেন ৪ নম্বরে। অথচ ২০ আগস্ট প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে সেরা ১০০ জনের মধ্যেও নেই তাদের নাম। এতে ভক্তদের মনে জন্ম নেয় নানা প্রশ্ন।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। অনেকেই ভাবতে শুরু করেন, এটা কি ভুল না কি ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে? কেউ কেউ আবার সন্দেহ করেন, রোহিত ও কোহলি হয়তো কি ওয়ানডে থেকে চুপিসারে অবসর নিলেন!
তবে এসব জল্পনার অবসান ঘটে আইসিসির ব্যাখ্যার পর। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, এটি তাদের কারিগরি ভুল ছিল। ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’কে আইসিসির একজন মুখপাত্র বলেন, ‘আজ আমাদের র্যাঙ্কিং টেবিলে একটি ভুল হয়েছিল, তবে সেটি এখন ঠিক করা হয়েছে।’
আইসিসির নিয়ম অনুযায়ী, একজন ক্রিকেটার কোনো সংস্করণে ৯-১২ মাস না খেললে র্যাঙ্কিং থেকে তার নাম সরিয়ে নেওয়া হয়। টেস্টের ক্ষেত্রে যা ১২-১৫ মাস। এ ছাড়া কেউ কোন সংস্করণ থেকে অবসর নিলে, র্যাঙ্কিংয়েও সেই সংস্করণ থেকেও তার নাম সরিয়ে দেওয়া হয়।
কিন্তু রোহিত ও কোহলি এখনো ওয়ানডে সংস্করণে খেলে চলেছেন। দুজনেই সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। টুর্নামেন্টটিতে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল এই দুই ব্যাটারের।
এর আগে ১০ আগস্ট

প্রকাশিত র্যাঙ্কিংয়ে রোহিত ছিলেন দ্বিতীয় আর কোহলি চতুর্থ। কিন্তু ২০ আগস্টের হালনাগাদ র্যাংকিংয়ে তাদের নাম নেই। ফলে বাবর আজম উঠে গেছেন ২ নম্বরে আর শীর্ষে আছেন শুভমান গিল।
এরপর আইসিসি জানায় ভুল শুধরে দ্রুতই তা ওয়েবসাইটে সঠিকভাবে প্রকাশ করা হবে। সেই অনুযায়ী কাজও করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। পরে সেটি ঠিকও করেছে তারা। বর্তমানে সেখানে দুজনের র্যাঙ্কিংই অপরিবর্তিত আছে।