নিউজিল্যান্ডে ২০ হাজার ফ্রি টিকেট দেবে ফিফা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/14/fifa-womens-world-cup.jpg)
আগামী ২০ জুলাই থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হতে চলেছে ফিফা নারী বিশ্বকাপ ২০২৩। এবারই প্রথম ওশেনিয়া অঞ্চলে আয়োজিত হচ্ছে নারী বিশ্বকাপ। ৩২ দলের অংশগ্রহণও এবারই প্রথম। নারী ফুটবলের কলরব বাড়াতে ফিফার এমন উদ্যোগ।
নবম আসরকে ঘিরে অস্ট্রেলিয়ায় যতটা উন্মাদনা, ততটা নেই নিউজিল্যান্ডে। এখন পর্যন্ত প্রায় ১০ লাখ টিকেট বিক্রি করেছে ফিফা, যার সিংহভাগই বিক্রি হয়েছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ম্যাচগুলোর জন্য। চলতি আসরের অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে সকারুদের।
অন্যদিকে নিউজিল্যান্ডে বিশ্বকাপ নিয়ে তেমন উন্মাদনা নেই বললেই চলে। মূলত, ফুটবলে কিউই নারীদের পারফরম্যান্স একদমই ভালো নয়। বিশ্বকাপে পাঁচবার অংশ নিয়ে একবারও পার হতে পারেনি গ্রুপ পর্বের চৌকাঠ। যে কারণে তাদের নিয়ে আশা নেই কারও।
নিউজিল্যান্ডের মানুষদের মাঠে আনতে ফিফা উদ্যোগ নিয়েছে বিনামূল্যে টিকেট দেওয়ার। প্রথম দফায় দেশটিতে ২০ হাজার টিকেট দেবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি, এমনটিই জানিয়েছে নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড।
গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) ফিফার বরাত দিয়ে তারা জানায়, ‘বিশ্বকাপে নিউজিল্যান্ডের চার ভেন্যু অকল্যান্ড, ডানেডিন, হ্যামিল্টন ও ওয়েলিংটনে পাঁচ হাজার করে টিকেট দেবে ফিফা।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/07/14/womens-world-cup.jpg)
আগামী ২০ জুলাই অকল্যান্ডে নিউজিল্যান্ড-নরওয়ে ম্যাচ দিয়ে পর্দা উঠবে নারী বিশ্বকাপের নবম আসরের। চলবে ২০ আগস্ট পর্যন্ত। নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নও মার্কিন নারীরা।