কানাডায় লিটনের দলে ডাক পেলেন আফিফ
কানাডায় চলছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। শুরু থেকেই টুর্নামেন্টে খেলছেন সাকিব আল হাসান ও লিটন দাস। এবার আরেক বাংলাদেশি ডাক পেলেন। তিনি হলেন আফিফ হোসেন ধ্রুব। লিটনের দল সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন তিনি। আজ রোববার (৩০ জুলাই) বিসিবির পক্ষ থেকে অনাপত্তিপত্র পেয়েছেন বাঁহাতি এ ব্যাটার। বিকেলে ধরবেন কানাডার বিমান।
অন্যদিকে, আজ থেকে শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগ। গল টাইটান্সের হয়ে খেলতে কানাডা থেকে শ্রীলঙ্কায় গেলেন সাকিব। কানাডায় মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
গ্লোবাল টি-টোয়েন্টিতে লিটনকে সতীর্থ হিসেবে পেতে যাচ্ছেন অলরাউন্ডার আফিফ। সারে জাগুয়ার্স এখন পর্যন্ত চার ম্যাচ খেলে জয় পেয়েছে দুটিতে। হারও সমান দুই ম্যাচে। বৃষ্টিতে বাদ হয়েছে এক ম্যাচ। ছয় দলের মধ্যে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে তারা। আফিফের কাছে তাই দলটির চাওয়া-পাওয়া একটু বেশিই থাকবে।