স্পেন ফুটবল প্রধানকে বরখাস্তের প্রতিবাদে মায়ের আমরণ অনশন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/08/28/luis-rubials.jpg)
গত ২৬ আগস্ট স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালসকে বহিস্কার করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ফিফা। বিবৃতিতে ফিফার গভর্নিং বডি জানায়, ‘আমরা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান রুবিয়ালসকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। এ সময়ে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের কোনো ধরণের কার্যক্রমে অংশ নিতে পারবেন না। আত্মপক্ষ সমর্থন করার জন্য তাকে ৯০ দিন সময় দেওয়া হলো।’
ফিফার এই আদেশের প্রতিবাদে আজ সোমবার (২৮ আগস্ট) আমরণ অনশন শুরু করেন রুবিয়ালসের মা অ্যাঞ্জেলেস বেহার। স্পেনের মন্ট্রিলে ডিভিনা পাস্তোরে দে মন্ট্রিল গির্জার সামনে অনশনে বসেন তিনি। ছেলের ন্যায়বিচার পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান বেহার।
আজ গোল ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, আমরণ অনমনে বসা রুবিয়ালসের মা নিজের ছেলেকে নির্দোষ দাবি করছেন। ফিফার নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে তার এই অনশন কর্মসূচি। নিজের ছেলেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘তারা আমার ছেলের সঙ্গে অন্যায় করেছে। আমার ছেলে কোনো যৌন হয়রানি করেনি। দুই পক্ষের সম্মতিতেই এটি হয়েছে। ছবিতে তা স্পষ্ট। আমি হারমোসোকে বলব, সবাইকে সত্যিটা বলতে। কারণ, মিডিয়া থেকে শুরু করে নারীবাদীরা সবাই এটি নিয়ে এমনভাবে বাড়াবাড়ি করেছে যা লজ্জাজনক। ছেলে ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমি দিনরাত আমরণ অনশন চালিয়ে যাব।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/08/28/rubials_inner.png)
গত ২০ আগস্ট ফিফা নারী বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পায় স্পেন। পুরস্কার বিতরণী মঞ্চে স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালস যেন ছাড়িয়ে যান সবকিছুকে। চ্যাম্পিয়নের মেডেল নিতে মঞ্চে আসা স্প্যানিশ নারী ফুটবলার জেনিফার হারমোসোকে জাপটে ধরে চুমু খান তিনি। সেই ঘটনার জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে রুবিয়ালসকে। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় শেষ পর্যন্ত তাকে বহিষ্কার করে ফিফা।