আচমকা দলে সুযোগ পেয়ে যা বললেন বিজয়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/08/30/untitled-1_3.jpg)
এনামুল হক বিজয় নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। এশিয়া কাপ ও বিশ্বকাপের বিবেচনায় না থাকলেও হুট করেই দলে সুযোগ পেলেন ডানহাতি এই ক্রিকেটার। মূলত, নিয়মিত ওপেনার লিটন দাস চোটের কারণে পুরো আসর থেকে ছিটকে যাওয়ায় দলে সুযোগ মিলল বিজয়ের।
আজ বুধবার (৩০ আগস্ট) সকালে এক বিবৃতির মাধ্যমে বিজয়ের দলে অর্ন্তভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিজয়। আজ সন্ধ্যা নাগাদ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলবেন কি না তিনি, সেটা এখনও অনিশ্চিত।
এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে বিজয় বলেন,‘প্রচুর ভালবাসা আর দোয়া ছিল বলেই হয়তো এটা সম্ভব হয়েছে। আপনারা দোয়া রাখবেন, আমি সুযোগ পেলে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করব। আমি যেহেতু বাংলা টাইগার্সের ক্যাম্পে জেমি সিডন্সের অধীনে ছিলাম। ভালো প্রস্তুতি হয়েছে। আশা করি ভালো কিছুই হবে।’
বিজয়ের দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান,‘'বিজয় আমাদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছে, বিসিবির পর্যবেক্ষণেও ছিল। লিটন এশিয়া কাপে খেলতে পারছে না, তাই বিজয়কে আমরা স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি।'
ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ৩০ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার। আবাহনীর হয়ে ১৬ ম্যাচ খেলে ৮৩৪ রান করেন, গড় ৫৯ দশমিক ৫৭, স্ট্রাইক রেট ৯৭ দশমিক ৩১। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি এসেছে বিজয়ের ব্যাট থেকে। এশিয়া কাপে লিটনের জায়গায় নিজেকে কতটা মেলে ধরতে পারেন বিজয়, সেটাই এখন দেখার পালা।