তাসকিন-হৃদয়কে নিয়ে যা বললেন অশ্বিন

শুরু হয়েছে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। বুধবার (৩০ আগস্ট) পাকিস্তান-নেপালের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এবারের টুর্নামেন্ট। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরটি নিয়ে বিভিন্ন জন করছেন নানা বিশ্লেষণ। বাদ যাননি ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। নিজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে এশিয়া কাপ নিয়ে পর্যালোচনা করেন অশ্বিন। সেখানে অংশ নেওয়া ছয় দলকে নিয়ে বিশ্লেষণ করেছেন তিনি। কথা বলেছেন দলের সদস্যদের নিয়ে।
বাংলাদেশ প্রসঙ্গে এসে অশ্বিন প্রশংসা করেছেন পেসার তাসকিন আহমেদ ও তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়কে নিয়ে। যদিও অশ্বিনের মতে, ‘সাকিব ছাড়া বাংলাদেশ কখনও সেভাবে তারকা তৈরি করতে পারেনি। দীর্ঘ সময় ধরে ব্যাট ও বল হাতে একাই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সাকিব।’
তবে, তাসকিনের মধ্যে ধারাবাহিকতা দেখছেন তিনি। বাংলাদেশের পেস ইউনিট সম্প্রতি যে উন্নতি করছে, তাতে তাসকিনের বড় ভূমিকা দেখছেন অশ্বিন। তাসকিনকে নিয়ে নিজের শোতে অশ্বিন বলেন, ‘বাংলাদেশের পেস আক্রমণে তরুণরা বেশ উন্নতি করছে। বিশেষ করে তাসকিন আহমেদ। গত দুবছর ধরেই সে দারুণ ধারাবাহিক। এশিয়া কাপেও পেস বোলিংয়ের নেতৃত্ব থাকবে তার হাতে।’
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত নয়টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন হৃদয়। এর মধ্যে গড় ৪৮.২৮, অর্ধশতক আছে তিনটি। তরুণ এই ব্যাটারকে নিয়ে আশাবাদী অশ্বিন বলেন, ‘তাওহিদ হৃদয়ের মধ্যে সম্ভাবনা আছে। মাত্র নয়টি ওয়ানডে খেলেছে, গড় ৪৮ এর ওপর। দারুণ ব্যাপার। এশিয়া কাপে যদি সে ভালো কিছু করতে পারে, আমি মনে করি বাংলাদেশের ব্যাটিংয়ে আগামীর তারকা হতে চলেছে সে।’