রোনালদোর অনন্য অর্জন, যেখানে নেই অন্য কেউ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/03/cr7.jpg)
বয়স ৩৮ পেরিয়েছে। এ বয়সে কোথায় বুটজোড়া তুলে রাখবেন, তা না করে তিনি গড়লেন রেকর্ড। গত মৌসুমে অনেকটাই বিবর্ণ থাকা ক্রিস্টিয়ানো রোনালদো চলতি মৌসুমে আবারও ফিরে এলেন পুরোনো ছন্দে। আল-নাসেরের হয়ে গোল করছেন, করাচ্ছেন। আজ রোববার (৩ সেপ্টেম্বর) সৌদি প্রো লিগে আল-হাজমের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে রোনালদোর আল-নাসের।
ম্যাচের ৬৮ মিনিটে সাদিও মানের তৈরি করা চমৎকার একটি আক্রমণ থেকে গোল করেন রোনালদো। দলের পক্ষে সেটি ছিল চতুর্থ গোল। এতেই রোনালদো স্পর্শ করলেন এমন এক মাইলফলক, যা করতে পারেনি আর কেউ। এই গোলের মাধ্যমে ইতিহাসের প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারে অফিসিয়ালি ৮৫০তম গোল করলেন পর্তুগিজ সুপারস্টার।
চলতি মৌসুমে সিআরসেভেন আছেন দুর্দান্ত ছন্দে। চার ম্যাচে ছয় গোল ও চার অ্যাসিস্ট নিয়ে আছেন সবার ওপরে। গত মৌসুমে সৌদি ক্লাব আল-নাসেরে যোগ দিয়ে কিছুই জেতাতে পারেননি দলকে। চলতি মৌসুম শুরুর আগে কথা দিয়েছিলেন, ক্লাবকে শিরোপা জেতাবেন।
কথা রেখেছেন তিনি। চলতি মৌসুমে আল-নাসেরকে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতিয়েছেন। উঠিয়েছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে।
বড় ব্যবধানে জয় ও মাইলফলক পাওয়ার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রোনালদো লেখেন, ‘আরেকটি অসাধারণ দলীয় পারফরম্যান্স। আমরা উন্নতির ধারা অব্যাহত রেখেছি। এগিয়ে চলো আল-নাসের। ৮৫০ ক্যারিয়ার গোল এবং এখনও চলছে।’